shono
Advertisement

I.N.D.I.A-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? হুঙ্কার মমতার, রাহুলকে ‘ফেভারিট’ বলেও সম্বোধন

বিরোধী জোটের পরবর্তী বৈঠক মুম্বইয়ে। 
Posted: 04:59 PM Jul 18, 2023Updated: 05:39 PM Jul 18, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন ২০২৪-এর লড়াই চূড়ান্ত পর্বে। মঙ্গলবার দিল্লিতে বৈঠক করল এনডিএ (NDA), একই দিনে বেঙ্গালুরুতে বৈঠক ছিল ২৬ দলের নয়া বিরোধী জোট I.N.D.I.A.-র (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়ান্স)। বিরোধী বৈঠক শেষে নিজের বক্তব্যে বিজেপিকে (BJP) চ্যালেঞ্জ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবে বিজেপি? পারলে লড়ে দেখান।” অভিযোগ করেন, “৩৫৫ ধারার ভয় দেখাচ্ছে বিজেপি।” অন্যতম জোটসঙ্গী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘ফেভারিট’ বলেও সম্বোধন করেন মমতা। বিরোধী জোটের পরবর্তী বৈঠক মুম্বইয়ে। 

Advertisement

বেঙ্গালুরুর বৈঠক শেষে নিজের সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রের শাসক শিবিরের সমালোচনা করেন মমতা। বিজেপিকে তোপ দেগে বলেন, “মোদি সরকারের একমাত্র কাজ হল সরকার কেনাবেচা।” আরও বলেন, “NDA কি INDIA-কে চ্যালেঞ্জ করতে পারবে? বিজেপি তুমি কি ভারতকে চ্যালেঞ্জ করতে পারবে? আমরা আমাদের মাতৃভূমিকে ভালবাসি। আমরা দেশপ্রেমিক।” মমতা অভিযোগ করেন, “৩৫৫ ধারার ভয় দেখাচ্ছে বিজেপি।” অন্যতম জোটসঙ্গী কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘ফেভারিট’ বলে তাঁর প্রশংসা করেন মমতা। সূত্রের খবর, বিরোধী জোটের নয়া নাম ‘ইন্ডিয়া’ মমতার দেওয়া। 

[আরও পড়ুন: ৩৮ দলের NDA’র চলার পথ কি মসৃণ? বিরোধী জোটে ‘দুঃস্বপ্ন’ দেখছে বিজেপি!]

নিজের বক্তব্যে রাহুল গান্ধীও বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন। বলেন, “বিজেপি দেশের সম্পদ হাতে গোনা কয়েক জনের হাতে তুলে দিচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াই আসলে দেশের মানুষের হয়ে, সংবিধানের পক্ষে লড়াই। এই লড়াই মোদি ভার্সেস ইন্ডিয়ার।” কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “বিজেপি দেশকে আক্রমণ করেছে, তার বিরুদ্ধে লড়ছি আমরা। মোদি ভয় পেয়েছে, তাই শরিকদের নিয়ে বৈঠক ডেকেছে।” উদ্ধব ঠাকরের বক্তব্য, “বার বার পরিবারবাদের কথা বলে বিরোধীদের আক্রমণ করেন মোদি। হ্যাঁ, দেশকে আমরা নিজের পরিবার বলেই মনে করি।” যদিও বিরোধী জোটের ঐক্যবদ্ধতা নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতির মহলে। যেহেতু রাজ্যগুলিতে রাজনৈতিক চিত্র এক নয়। ভবিষ্যতে জল কোথায় গড়াবে তা অবশ্য সময়ই বলবে।

[আরও পড়ুন: ২৬টি রাফালে যুদ্ধবিমান কেনা নিয়ে ফ্রান্সের সঙ্গে আলোচনা চলছে, জল্পনার মধ্যেই দাবি কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement