shono
Advertisement

জনতার আশীর্বাদে আগামী বছর আরও বড় করে ২১ জুলাই পালন, টুইটে আশা মমতার

চলতি বছর করোনা আবহে অন্যভাবেপালিত হচ্ছে শহিদ দিবস। The post জনতার আশীর্বাদে আগামী বছর আরও বড় করে ২১ জুলাই পালন, টুইটে আশা মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 10:48 AM Jul 21, 2020Updated: 11:19 AM Jul 21, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার অন্য একুশে জুলাই। আগেরদিন রাত বা সেইদিন ভোর থেকে জেলা থেকে কলকাতামুখী জনতার ভিড় নেই, নেই ধর্মতলা চত্বরে বাড়তি নজরদারি। করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে তৃণমূলের শহিদ দিবসে এবার পালিত হচ্ছে বুথে বুথে। নিয়ন্ত্রিত, সীমিত আয়োজনের মধ্যে দিয়ে। আর তৃণমূল নেত্রী নিজের বক্তব্য রাখবেন কালীঘাটের দলীয় কার্যালয় থেকে। তা শুনতে সকলের ভরসা এবার সোশ্যাল মিডিয়া। দলের ফেসবুক থেকে শুরু করে সবরকম সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হবে ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বার্তা পৌঁছে দিতে। সেসব নিয়ে আজ টুইট করলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর প্রত্যাশা, মানুষের আশীর্বাদ সঙ্গে থাকলে আগামী বছর আরও বড় করে একুশে জুলাই পালিত হবে।

Advertisement

১৯৯৩ সালের এই দিনে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে শহিদ হন সংগঠনের ১৩ জন কর্মী। অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও জখম হন পুলিশের লাঠির ঘায়ে। ওই দিনটাকে স্মরণে রেখে প্রতি বছর তৃণমূল কংগ্রেসের তরফে পালিত হয় শহিদ দিবস। সেই ইতিহাসের কথা স্মরণ করে, শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আজ টুইট করেছেন মমতা।

এবছর করোনার (Coronavirus) দাপট বিশ্বজুড়ে। তাই ২১জুলাইয়ের মতো তৃণমূলের বার্ষিক মেগা ইভেন্ট পালিত হচ্ছে না চিরাচরিতভাবে। টুইটারে তৃণমূল নেত্রী জানিয়েছেন, করোনা মহামারীর জন্য এবার অনেক বিধিনিষেধ, তাই অন্যভাবে শহিদ দিবস পালনের কথা ভাবতে হয়েছে। এবছর বুথ স্তরে পালিত হচ্ছে ২১ জুলাই। তবে ২৫ জনের বেশি নেতা, কর্মী, সমর্থকদের জমায়েত করা বারণ। এ ব্যাপারে কড়া নির্দেশ রয়েছেন মমতার। পাখির চোখ অবশ্য় একুশের বিধানসভা নির্বাচন। সেকথা মাথায় রেখেই তৃণমূল নেত্রী টুইট করে জানিয়েছেন, মানুষের আশীর্বাদে একুশে আরও বড় করে ২১ জুলাই পালন করা হবে।

[আরও পড়ুন: একুশের ভোটের আগে আজ অন্য ২১ পালনে মমতা, কী বার্তা তৃণমূল নেত্রীর? নজর বিরোধীদেরও]

দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করা হবে বুথে বুথে। এরপর তৃণমূল সুপ্রিমো নিজে বক্তব্য রাখবেন কালীঘাটের দলীয় কার্যালয় থেকে। ঘরে বসেই এবছর তা শুনবেন রাজ্যবাসী। এই পরিকল্পনার কথা নিজেই আজ টুইট করে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবদিক থেকে করোনার কারণে এবছরের একুশে জুলাই একেবারে অন্যরকম হতে চলেছে।

The post জনতার আশীর্বাদে আগামী বছর আরও বড় করে ২১ জুলাই পালন, টুইটে আশা মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement