সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নরেন্দ্র মোদিকে মাছ খাওয়ার আমন্ত্রণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কথা দিলেন, নিজে হাতে রান্না করে খাওয়াবেন তিনি। তৃণমূল সুপ্রিমোর কথায়, একবার খেয়ে দেখুন। মাছের আস্বাদটা নিয়েই দেখুন! পরিবর্তে তিনি ধোকলা খেতেও তৈরি বলে জানালেন মুখ্যমন্ত্রী।
নির্বাচনী প্রচারে বার বার তৃণমূল সুপ্রিমো অভিযোগ করেছেন, মানুষ কী খাবে, কী পরবে তা ঠিক করে দিতে চাইছে মোদি সরকার। বলেছেন, মাছ খাওয়া বন্ধ করে দিতে চাইছে বিজেপি। সোমবার বারাকপুরের সভা থেকেও একই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "মোদি এখন বলে বেড়াচ্ছেন, মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। তাহলে কি ব্য়াঙের ছাতা খাবে? আপনি জোগাড় করে দিন।" এর পর তাঁর দাবি, "যার যা ইচ্ছে খাবে। এ দেশ আমাদের সকলের।"
[আরও পড়ুন: তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় ফিরলেন কুণাল]
এদিন সভামঞ্চ থেকে একের পর এক মাছের পদের নাম করেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) মাছ খাওয়ার আমন্ত্রণ জানান। বলেন, "কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু, আপনি খেয়ে একটু খেয়ে দেখুন না, স্বাদটা কেমন? খেয়ে দেখবেন? তৈরি করে দেব? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না। নিজে রান্না করব।"সঙ্গে তিনি জানান, ছোট থেকে রান্না করতে পারেন। রান্না করতে ভালোওবাসেন।
মোদি যদি বলেন, ধোকলা-ধোসা খেতে, তাতেও তৃণমূল সুপ্রিমো রাজি বলেও জানিয়েছেন। বলেন, "আমি ভালোবেসে খাব। আমার কাছে জাতপাত বলে কিছু নেই।"