shono
Advertisement

Mamata Banerjee: নজরে মতুয়া সমর্থন! কল্যাণীতে সভা করতে পারেন মমতা

মুখ্যমন্ত্রীর কল্যাণী সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Posted: 08:45 PM Apr 05, 2022Updated: 08:45 PM Apr 05, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নমঃ শূদ্র সমাজের ব্যাপক উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই মে মাসের রাষ্ট্রীয় অধিবেশনে তাঁকে ধন্যবাদ জানাতে চায় নমঃ শূদ্র পর্ষদ। ইতিমধ্যে কল্যাণীর সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রও নবান্নে পাঠানো হয়েছে। সূত্রের খবর, আমন্ত্রণ গ্রহণও করেছেন মুখ্যমন্ত্রী। তবে অনুষ্ঠানের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। মুখ্যমন্ত্রীর কল্যাণী সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

মতুয়া ভোটব্যাংকে ভাগ বসিয়েছে বিজেপি (BJP)। ২০১৯ সালে মতুয়া ভোটাররা দু’হাত তুলে পদ্মশিবিরকে ভোট দিয়েছেন। একুশের বিধানসভা ভোটেও গেরুয়া শিবির মতুয়াদের সমর্থন পেয়েছে। এবার সেই জনসমর্থন নিজেদের দিকে টানতে চাইছে ঘাসফুল শিবির। কল্যাণীর অনুষ্ঠানের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি সেই উদ্দেশ্যসাধনের প্রথম ধাপ সম্পন্ন করতে পারে।

[আরও পড়ুন: হেফাজতে না নিয়েই চলবে CBI জেরা, আপাতত স্বস্তিতে SSC’র প্রাক্তন দুই কর্তা]

সূত্রের খবর, সভা থেকে মতুয়াদের উদ্দেশে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। গত কয়েক বছর ধরে মতুয়াদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেনি মোদি সরকার (Modi Government)। যা নিয়ে ইতিমধ্যে ক্ষুব্ধ মতুয়াদের একাংশ। এর মধ্যেই কল্যাণীতে দাঁড়িয়ে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের (TMC) দাবি, মতুয়ারা ভারতীয় নাগরিক। তাঁদের ভোটাধিকার রয়েছে। আধার কার্ড রয়েছে। মতুয়াদের আলাদা করে নাগরিকত্ব দেওয়ারই প্রয়োজন নেই। তাঁরা এমনিতেই ভারতীয়। কল্যাণীর সভা থেকে মুখ্যমন্ত্রী সেই বার্তাই আরেকবার দেবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলায় ১৮টি আসন পেয়েছিল বিজেপি (BJP)। যার পিছনে বড় ভূমিকা ছিল মতুয়াদের। এদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জাতীয় শক্তি হয়ে উঠতে চাইছে ঘাসফুল শিবির। এমন পরিস্থিতিতে রাজ্যে আরও ভাল ফল করতে চায় তারা। তাই মতুয়া সমর্থন নিজেদের পালে টানতে কল্যাণীতে সভা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। 

[আরও পড়ুন: রাজ্যের মুকুটে নতুন পালক, বিশ্বের দরবারে সেরার শিরোপা SSKM হাসপাতালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement