সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজারবার সতর্কবার্তা, সাবধানবাণী সত্ত্বেও দলে অন্তর্কলহ যে ঘোচানো যায়নি, তা লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনাতেই স্পষ্ট৷ জেলাস্তরের বৈঠক হোক কিংবা জনসভা – সর্বত্রই সমস্যা মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে তাতে কাজ হচ্ছে না বলেই মত রাজনৈতিক মহলের৷ তাই শহিদ সমাবেশের মঞ্চ থেকেও দলীয় কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
[ আরও পড়ুন: সোনভদ্রে দলিতদের খুন করেছে বিজেপি, একুশের মঞ্চ থেকে তোপ মমতার]
২০১৪-র লোকসভা নির্বাচনে মাত্র ২টি আসন পেয়েছিল বিজেপি৷ মাঝে কেটে গিয়েছে পাঁচ বছর৷ ২০১৯-র নির্বাচনে ক্ষমতা লক্ষ্যণীয়ভাবে বেড়েছে গেরুয়া শিবিরের৷ আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৷ মাত্র ২২টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে ঘাসফুল শিবির৷ কিন্তু নির্বাচনে ভরাডুবির কারণ কী? তা নিয়ে পর্যালোচনা হয়েছে যথেষ্ট৷ বারবারই কারণ হিসাবে উঠে এসেছে দলের অভ্যন্তরীণ কোন্দলের প্রসঙ্গ৷
পুরনো এবং নতুন কর্মীদের মধ্যে বিভেদ সামনে এসেছে বারবার৷ মিলেমিশে কাজ করার বার্তা আগেও দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একুশের শহিদ সমাবেশের মঞ্চেও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সেই একই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো৷ পুরনো কর্মীদের উদ্দেশে এদিন তিনি বলেন,‘‘দলের কর্মীরা আমাদের সম্পদ৷ কে কোথায় কোন অনুষ্ঠানে ডাকল ভাববেন না৷ দলীয় অনুষ্ঠানের খবর পেলেই ছুটে যান৷’’
[ আরও পড়ুন: ইডির দপ্তরে তারকাদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে: মমতা]
সদ্যই গেরুয়া শিবিরে নাম লেখানোর হিড়িক উঠেছে৷ এই পরিস্থিতিতে পর্যালোচনায় উঠে এসেছে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে আমজনতার সম্পর্কের উন্নতি ও প্রয়োজন৷ তাই এই কাজের দায়িত্ব বিধায়কদের কাঁধে তুলে দিয়েছেন দলনেত্রী৷ তিনি বলেন, ‘‘শহর থেকে গ্রামে গিয়ে কাজ করুন৷ ব্লকে ব্লকে খোঁজখবর নিন৷ চায়ের দোকানে বসে গরিব, তফসিলি, আদিবাসী মানুষদের জন্য কাজ করুন৷’’
[ আরও পড়ুন: কলকাতায় থেকেও একুশের সমাবেশে গেলেন না অনুব্রত, কারণটা কী?]
একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা শুনে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি নিজেদের ক্ষমতা প্রমাণে মরিয়া৷ যেনতেন প্রকারে বাংলা দখলের ক্ষমতা দখলের চেষ্টা করছে পদ্মশিবির৷ এই পরিস্থিতিতে দলের তৃণমূল স্তরের কর্মীরাই যে একমাত্র ভরসা, তা টের পেয়েছেন দলনেত্রী৷ তাই দলীয় কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কের উন্নতিতে জোর দিচ্ছেন তিনি৷
The post ‘না ডাকলেও অনুষ্ঠানে যান’, দলীয় কোন্দল মেটাতে একুশের সমাবেশে বার্তা মমতার appeared first on Sangbad Pratidin.