shono
Advertisement

‘না ডাকলেও অনুষ্ঠানে যান’, দলীয় কোন্দল মেটাতে একুশের সমাবেশে বার্তা মমতার

বিধায়কদের গ্রামে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ The post ‘না ডাকলেও অনুষ্ঠানে যান’, দলীয় কোন্দল মেটাতে একুশের সমাবেশে বার্তা মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 03:32 PM Jul 21, 2019Updated: 03:32 PM Jul 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  হাজারবার সতর্কবার্তা, সাবধানবাণী সত্ত্বেও দলে অন্তর্কলহ যে ঘোচানো যায়নি, তা লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনাতেই স্পষ্ট৷ জেলাস্তরের বৈঠক হোক কিংবা জনসভা – সর্বত্রই সমস্যা মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে তাতে কাজ হচ্ছে না বলেই মত রাজনৈতিক মহলের৷ তাই শহিদ সমাবেশের মঞ্চ থেকেও দলীয় কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

[ আরও পড়ুন: সোনভদ্রে দলিতদের খুন করেছে বিজেপি, একুশের মঞ্চ থেকে তোপ মমতার]

২০১৪-র লোকসভা নির্বাচনে মাত্র ২টি আসন পেয়েছিল বিজেপি৷ মাঝে কেটে গিয়েছে পাঁচ বছর৷ ২০১৯-র নির্বাচনে ক্ষমতা লক্ষ্যণীয়ভাবে বেড়েছে গেরুয়া শিবিরের৷ আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৷ মাত্র ২২টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে ঘাসফুল শিবির৷ কিন্তু নির্বাচনে ভরাডুবির কারণ কী? তা নিয়ে পর্যালোচনা হয়েছে যথেষ্ট৷ বারবারই কারণ হিসাবে উঠে এসেছে দলের অভ্যন্তরীণ কোন্দলের প্রসঙ্গ৷

পুরনো এবং নতুন কর্মীদের মধ্যে বিভেদ সামনে এসেছে বারবার৷ মিলেমিশে কাজ করার বার্তা আগেও দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একুশের শহিদ সমাবেশের মঞ্চেও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সেই একই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো৷ পুরনো কর্মীদের উদ্দেশে এদিন তিনি বলেন,‘‘দলের কর্মীরা আমাদের সম্পদ৷ কে কোথায় কোন অনুষ্ঠানে ডাকল ভাববেন না৷ দলীয় অনুষ্ঠানের খবর পেলেই ছুটে যান৷’’

[ আরও পড়ুন: ইডির দপ্তরে তারকাদের বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে: মমতা]

সদ্যই গেরুয়া শিবিরে নাম লেখানোর হিড়িক উঠেছে৷ এই পরিস্থিতিতে পর্যালোচনায় উঠে এসেছে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে আমজনতার সম্পর্কের উন্নতি ও প্রয়োজন৷ তাই এই কাজের দায়িত্ব বিধায়কদের কাঁধে তুলে দিয়েছেন দলনেত্রী৷ তিনি বলেন, ‘‘শহর থেকে গ্রামে গিয়ে কাজ করুন৷ ব্লকে ব্লকে খোঁজখবর নিন৷ চায়ের দোকানে বসে গরিব, তফসিলি, আদিবাসী মানুষদের জন্য কাজ করুন৷’’

[ আরও পড়ুন: কলকাতায় থেকেও একুশের সমাবেশে গেলেন না অনুব্রত, কারণটা কী?]

একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা শুনে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপি নিজেদের ক্ষমতা প্রমাণে মরিয়া৷ যেনতেন প্রকারে বাংলা দখলের ক্ষমতা দখলের চেষ্টা করছে পদ্মশিবির৷ এই পরিস্থিতিতে দলের তৃণমূল স্তরের কর্মীরাই যে একমাত্র ভরসা, তা টের পেয়েছেন দলনেত্রী৷ তাই দলীয় কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কের উন্নতিতে জোর দিচ্ছেন তিনি৷

The post ‘না ডাকলেও অনুষ্ঠানে যান’, দলীয় কোন্দল মেটাতে একুশের সমাবেশে বার্তা মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement