shono
Advertisement

‘ওকে বারবার বিরক্ত করা হচ্ছে’, অভিষেককে ফের ইডি তলব নিয়ে কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

'রাজনৈতিক প্রতিহিংসা', চন্দ্রবাবু নায়ডুর গ্রেপ্তারি নিয়েও সরব মমতা বন্দ্যোপাধ্যায়।
Posted: 04:33 PM Sep 11, 2023Updated: 04:47 PM Sep 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: INDIA জোটের কো-অর্ডিনেশন বৈঠকের প্রথম বৈঠকের দিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলব করেছে ইডি। বুধবার, ১৩ তারিখ তাঁকে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে। রবিবার রাতে সেই নোটিস পেয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘৫৬ ইঞ্চির ছাতি’র ভীরুতা নিয়ে কটাক্ষ করেছিলেন। আর সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এনিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন।

Advertisement

সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে বুধবার অভিষেককে ইডি তলব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, ”এটা রাজনৈতিক প্রতিহিংসা। অভিষেককে বারবার বিরক্ত করা হচ্ছে এভাবে। যখন-তখন ডেকে পাঠানো হচ্ছে। কোনও অভিযোগ উঠলে তার তদন্ত করুক কিন্তু এভাবে হেনস্তা কেন? এসব সিদ্ধান্ত কিন্তু পরবর্তীতে বিজেপির ক্ষেত্রে ব্যুমেরাং হতে পারে। আজ একটা দল ক্ষমতায়, কাল অন্য কেউ ক্ষমতায় আসবে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ঠিক রাখতে হবে। সেটাই গণতন্ত্রের পক্ষে কাম্য।”

[আরও পড়ুন: পরনে শুধুই অন্তর্বাস! মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর দেহ উদ্ধারে জোর চাঞ্চল্য]

তিনি আরও বলেন, ”গণতন্ত্রে এটা হয় যে কোনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে আপনার সম্পর্ক ভাল হতে পারে, কারও নাও হতে পারে। আমি তো সিপিএমের কাউকে (যারা ৩৪ বছর ক্ষমতায় ছিল) টাচও করিনি। ওরা আমাদের যুব রাজনৈতিক নেতাদের সহ্য করতে পারছে না। আজ আপনারা ক্ষমতায় আছেন, তাই এসব করছেন। কাল আপনারা যখন ক্ষমতায় থাকবেন না, তখন তো অন্য কেউ আসবে। তারাও তো এটাই করবে।” 

[আরও পড়ুন: জি-২০ স্টিকার লাগানো গাড়ি নিয়ে আরব প্রেসিডেন্টের সামনে অচেনা ব্যক্তি, নিরাপত্তায় বড়সড় গলদ!]

এদিন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর গ্রেপ্তারি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ও একই প্রতিক্রিয়া দিয়েছেন। তাঁর গ্রেপ্তারিও রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছেন তিনি। ১২ তারিখ অর্থাৎ মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় ১২ দিনের সফরে স্পেন যাচ্ছেন। তার আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে তাঁর মন্তব্য, ”যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা যদি কেউ ঘটায়, আপনারা একটু দেখবেন।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement