shono
Advertisement

ভোটের আগে থিম সং প্রকাশ, মিউজিক ভিডিওয় বিজেপিকে খোঁচা তৃণমূলের

সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করছেন তৃণমূল প্রার্থীরা। The post ভোটের আগে থিম সং প্রকাশ, মিউজিক ভিডিওয় বিজেপিকে খোঁচা তৃণমূলের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:01 PM Apr 04, 2019Updated: 04:10 PM Apr 17, 2019

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের বাদ্যি৷ আগামী ১১ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে ভোটগ্রহণের পালাও৷ প্রচারের দিক দিয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা৷ তবে শুরু বাড়ি বাড়ি ঘুরে কিংবা জনসভার মাধ্যমে জনসংযোগেই থামতে নারাজ ঘাসফুল শিবির৷ সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচারে সোশ্যাল মিডিয়াকেও হাতিয়ার করেছেন দলীয় নেতা-কর্মীরা৷ তাই তো ভোটের মুখে সামনে এল আরও একটি নতুন মিউজিক ভিডিও

Advertisement

[ আরও পড়ুন: আরও দুই আবু হেনা-হুমায়ুন কবীর গোঁজ প্রার্থী, মুর্শিদাবাদে যেন ভ্রান্তিবিলাস]

মোট ২.৩৮ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামবাংলাকে৷ কীভাবে বাংলার মানুষ দৈনন্দিন জীবনে একটু একটু করে উন্নয়নের পথে এগোচ্ছেন, সে ছবিই ফুটিয়ে তোলা হয়েছে ওই ভিডিওতে৷ বর্তমানে রাজ্যের নিম্ন আয়ের মানুষেরা অনায়াসেই রেশন দোকান থেকে দু’টাকা কেজি দরে চাল পাচ্ছেন৷ রাজ্য সরকার যে প্রত্যেকের জন্যই অন্নসংস্থানের বন্দোবস্ত করে দিয়েছেন, তাও ওই মিউজিক ভিডিওয় তুলে ধরা হয়েছে৷ এছাড়াও ভিডিওতে উল্লেখ করা হয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথীর  মতো একাধিক প্রকল্পের কথাও৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেই যে মিউজিক ভিডিও শেষ করে দেওয়া হয়েছে, তা নয়৷ এই ভিডিও-র মাধ্যমে নানা ইস্যুতে বিরোধীদের খোঁচাও দেওয়া হয়েছে৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে বারবার ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘাসফুল শিবির যে কোনওভাবেই ধর্মীয় ভেদাভেদকে প্রশ্রয় দেয় না, তা ওই ভিডিওর মাধ্যমে আরও একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে৷ দেশজুড়ে দাঙ্গার আবহ তৈরি করেছে বিজেপি, নাম না করে এই ইস্যুতেও খোঁচা দেওয়া হয়েছে গেরুয়া শিবিরকে৷

[ আরও পড়ুন: ‘দেশ বাঁচাতে এক্সপায়ারিবাবুকে সরিয়ে ফেলুন’, মোদিকে কটাক্ষ মমতার]

সোমলতা আচার্য এবং রূপম ইসলামের কন্ঠে এই গানটি বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ প্রকাশ পায়৷ লোকসভা নির্বাচনে এটাই তৃণমূলের থিম সং৷ টুইটেই তা প্রকাশ করেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে ওই গানটি৷

দেখুন সেই মিউজিক ভিডিও:

The post ভোটের আগে থিম সং প্রকাশ, মিউজিক ভিডিওয় বিজেপিকে খোঁচা তৃণমূলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement