সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে আর জি কর নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়েছিলেন। বলেছিলেন, "আমরা ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিইনি। আমরা এফআইআর করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে।" এই মন্তব্যকে ঘিরেই বিতর্ক দানা বাঁধে। চিকিৎসকরা দাবি করেন, তাঁদের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে। পালটা 'ভয় দেখিয়ে লাভ নেই' বলেও মন্তব্য করেন। এই পরিস্থিতিতে এবার এক্স হ্যান্ডেলে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। লিখলেন, "আমি ডাক্তারদের হুমকি দিইনি। মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।"
আর জি কর কাণ্ডে তোলপাড় বাংলা। সুবিচার চাইছে সবমহলই। তবে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিতে আমজনতার ভোগান্তি বাড়ছে। তাই সুপ্রিম কোর্টও তাঁদের কাজে ফিরতে বলেছিল। কিন্তু এখনও নিজেদের দাবিতে অনড় তাঁরা। ফলে কর্মবিরতি এখনও চলছে। বুধবার মেয়ো রোডের অনুষ্ঠান থেকে ফের জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে বলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি বলেন, "জুনিয়র ডাক্তারদের প্রতি আমার সমর্থন আছে। ওরা বন্ধুর জন্য আন্দোলন করছে। আপনাদের ক্ষোভ আছে। অভিমান আছে। আমি সেটা বুঝি। কিন্তু এ বার আস্তে আস্তে কাজে যোগদান করুন। সুপ্রিম কোর্ট রাজ্যগুলোকে বিশেষ ক্ষমতা দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেব না। আমরা পদক্ষেপ করলে কেরিয়ার নষ্ট হয়ে যাবে। পাসপোর্ট-ভিসা পেতে সমস্যা হবে।’’
[আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক! গ্রেপ্তার ৩]
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে দানা বাঁধে বিতর্ক। চিকিৎসকরা বলেন, "ভয় দেখিয়ে লাভ নেই।" এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। লিখলেন, "আমি ডাক্তারদের বিরুদ্ধে একটি শব্দও বলিনি। আমি ওদের লড়াইকে সমর্থন করি। ওদের দাবি ন্যায্য। আমি কখনই ওদের হুমকি দিইনি। কিছু মানুষ অভিযোগ করছে আমি হুমকি দিয়েছি। কিন্তু এটা পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ।"