shono
Advertisement

কবে ববি-অভিষেককে গ্রেপ্তার করবে? পরপর তৃণমূল নেতাদেরই নিশানা করায় বিস্ফোরক মমতা

দেশের স্বাধীনতা হরণ করছে বিজেপি।
Posted: 07:04 PM Aug 14, 2022Updated: 08:33 PM Aug 14, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ববি-অরূপ-মালা-অভিষেককে গ্রেপ্তার করাতে চায় বিজেপি। প্রাক স্বাধীনতা অনুষ্ঠানের মঞ্চ থেকে বিস্ফোরক দাবি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০২৪ সালে বিজেপি হারবে বলেই এসব ‘খেলা’ শুরু করছে বলে দাবি তাঁর। একইসঙ্গেএকের পর এক  গ্রেপ্তারির বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন মমতা।

Advertisement

স্বাধীনতা দিবসের (Independence Day) আগের সন্ধেয় বেহালায় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ইডি-সিবিআইয়ের গ্রেপ্তারি নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। মমতার কথায়, “২৪-এ মোদি জিতবে না। তাই খেলা শুরু করেছে। সব ভাঙতে চাইছে। বাংলাকে দুর্বল করতে চাইছে।” এরপরই তৃণমূল নেত্রীর দাবি, “ওদের পরিকল্পনা কী আমি জানি। এমনি ভোটে জিততে পারবে না। তাই বলছে, ববিকে গ্রেপ্তার করো। অরূপকে গ্রেপ্তার করো। মালাকে গ্রেপ্তার করো। অভিষেককে গ্রেপ্তার করো। কবে? কবে করবে বলো? কাকে কোন জেলে রাখবে? আমার সব কর্মীকে নিয়ে আমি জেল ভরো আন্দোলন করব।” বাংলার ৮ আধিকারিককে দিল্লিতে তলব করা হয়েছে। এদিন এই ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। 

[আরও পড়ুন: ফের নাশকতার ছক? ভয়ংকর অগ্নিকাণ্ডে মিশরের গির্জায় মৃত্যু ৪১ জনের]

বিজেপি মানুষের স্বাধীনতা হরণ করছে বলেও অভিযোগ করলেন মমতা। তাঁর কথায়, “রাজনৈতিক স্বাধীনতা যদি না থাকে, কথা বলার অধিকার না থাকে, সব বিরোধী দলের মুখ যদি বন্ধ করে দেওয়া হয়, তারপরেও বলব রাজনৈতিক স্বাধীনতা আছে? অর্থ স্বাধীনতা আছে? প্রতিটা ব্যাংক বিক্রি করে দেওয়া হচ্ছে। ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যাচ্ছে। হাতে শেষে ৫ লক্ষ টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে।” 

 

মমতা আরও বলেন, “ব্যক্তিগতভাবে কে কী করছে খবর রাখা সম্ভব নয়। তাবলে সবাই চোর? মাঝরাতে রোজ বাড়িতে সিবিআই ঢুকছে? সবাইকে ভয় দেখাচ্ছে।” তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, “দেশটা কে বেচে দেবে। আমাকে আটকাতে চাইছে। একটা কেষ্টকে ধরলে লক্ষ কেষ্ট রাস্তায় নামবে।”

[আরও পড়ুন: ‘কী করেছিল কেষ্ট?’, অনুব্রতর গ্রেপ্তারি নিয়ে কেন্দ্রীয় সংস্থাকে তোপ মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement