সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্মিলিত বিরোধী জোট INDIA-কে ঘুরিয়ে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী। মোদির তুলনায় উঠে এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামও। যার পালটা কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন রাহুল গান্ধী-সহ (Rahul Gandhi) বিরোধী নেতারা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কড়া কথা শোনানোর পথে হাঁটলেন না। তিনি প্রধানমন্ত্রীকে বিঁধলেন তীব্র শ্লেষে।
মঙ্গলবার বিকালে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে দেখা করার পর মোদির মন্তব্য নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মমতা বলেন,”আমার মনে হয় ইন্ডিয়া নামটা ওনার পছন্দ হয়েছে। গ্রহণ করেছেন। মানুষও গ্রহণ করেছে। আসলে তোমরা (সাংবাদিকরা) বারবার প্রশ্ন করো, ওনাকে তো কিছু বলতে হবে। তাই হয়তো বলেছেন। “
[আরও পড়ুন: স্কুলের থেকে নিয়োগের ক্ষমতা ‘কেড়ে’ নিজেদের হাতে নিয়েছিলেন পার্থ-কল্যাণময়রা! বিস্ফোরক CBI]
বিরোধী জোটকে প্রধানমন্ত্রী যেভাবে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা করেছেন, সেটাকে যে তিনি বিশেষ পাত্তা দিচ্ছেন না সেটাও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “ভারতীর দল যখন খেলতে নামে তখন সবাই ইন্ডিয়া, ইন্ডিয়া বলে। কেউ কি ইন্ডিয়া মুজাহিদিন বলে?” তৃণমূল নেত্রী বলেন, “ইন্ডিয়া (INDIA) নামের সঙ্গে যুক্ত করে ওরা যত বাজে কথা বলবে তত মনে হবে যে নামটা ওনাদের পছন্দ হয়েছে। “
[আরও পড়ুন: বিশ্বের ধনীতম ক্রীড়াবিদের প্রথম একশোয় বিরাট, তালিকায় মাত্র দু’জন এশিয়ান তারকা]
‘ইন্ডিয়া’ জোট নিয়ে প্রধানমন্ত্রীর এদিনের মন্তব্য একেবারেই ভালভাবে নেয়নি বিরোধী শিবির। রাহুল গান্ধী ইতিমধ্যেই বলেছেন, “মোদিজী আমাদের যা খুশি বলুন, আমরা ইন্ডিয়া। মণিপুরকে আমরা সারিয়ে তুলব, মা-বোনদের চোখের জল মুছিয়ে দেব। সেখানকার মানুষের কাছে শান্তি ও ভালবাসা ফিরিয়ে দেব। ইন্ডিয়ার আদর্শ গড়ে তুলব মণিপুরে।” তৃণমূলের তরফেও ইতিমধ্যে বিবৃতি জারি করে বলা হয়েছে, “আসলে মণিপুর পরিস্থিতি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তাই বিরোধী জোটকে জঙ্গিদের সঙ্গে তুলনা করে মুখ বাঁচাতে চাইছেন। একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর মুখে এমন মন্তব্য অবিশ্বাস্য। দেশের মানুষ ও আদর্শকে অপমান করা হয়েছে এহেন মন্তব্যে। প্রধানমন্ত্রীর কথার তীব্র নিন্দা করছি আমরা।”