shono
Advertisement

‘শ্রমিক স্পেশ্যাল ট্রেনের নামে করোনা এক্সপ্রেস চালাচ্ছেন?’, রেলের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা

রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ার জন্য রেলকেই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। The post ‘শ্রমিক স্পেশ্যাল ট্রেনের নামে করোনা এক্সপ্রেস চালাচ্ছেন?’, রেলের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:16 PM May 29, 2020Updated: 05:16 PM May 29, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের থেকে রাজ্যে বাড়ছে সংক্রমণ। শ্রমিকরা ফিরতেই লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। যা নিয়ে চিন্তিত রাজ্য সরকার। কিন্তু পরপর শ্রমিক স্পেশ্যাল ট্রেন ঢুকছে রাজ্যে। স্বাস্থ্যবিধি না মেনে, সামাজিক দূরত্বকে উপেক্ষা করেই যাত্রা করছেন শ্রমিকরা। যা নিয়ে শুক্রবার রেলের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘আপনারা কি করোনা এক্সপ্রেস চালাচ্ছেন? কেন সুরক্ষাবিধি মানছেন না? গাদাগাদি করে লোক আনছেন আর সংক্রমণ ছড়ালে কে দায় নেবে?’

Advertisement

প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের ফিরে আসা শুরু হতেই লাফিয়ে বাড়ছে রাজ্য করোনা সংক্রমিতের সংখ্যা। এখন যেভাবে একদিনে একাধিক ট্রেন ঢুকছে ভিনরাজ্য থেকে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, বাংলায় সংক্রমণ বাড়লে কেন্দ্রীয় দায়িত্ব নেবে তো? শুক্রবার তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার বলছে, মন্দির-মসজিদ-গুরুদ্বারে জমায়েত করতে বারণ করছে ভাইরাস ছড়াবে বলে। আর এদিকে নিজেরা কী করছে। ট্রেনে গাদাগাদি করে লোক আনছে। তিনটে আসনেই লোক বসাচ্ছে। ট্রেনের মেঝেতে বসিয়েও লোক আনছে। স্বাস্থ্য সচেতনতার কিছু নেই! ট্রেনে জল নেই, খাবার নেই। এইভাবে শ্রমিক ও তাঁর পরিজনরা তো অসুস্থ হয়ে পড়বে। অনেকে মারাও যাচ্ছেন।’

[আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দেখে নিন ১ জুন থেকে কী কী খুলছে বাংলায়?]

রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ার জন্য রেলকেই কাঠগড়ায় তুলেছেন মমতা। তিনি কটাক্ষ করে বলেছেন, ‘কেন্দ্র মুখে বলছে নিয়ম মানতে আর নিজেরাই নিয়ম ভাঙছেন। এভাবে কী করে চলবে? শ্রমিক স্পেশ্যাল ট্রেন না করোনা এক্সপ্রেস চালাচ্ছেন? শ্রমিক স্পেশ্যাল কেন বেশি করে চালানো হচ্ছে না, কেন বগি বাড়ানো হচ্ছে না? যখন বড় কোনও তীর্থযাত্রা হয়, তখন যেমন অতিরিক্ত ট্রেন চালানো হয়। আপনারা ট্রেনে তুলে দিচ্ছেন ক্ষমতার থেকে দ্বিগুণ সংখ্যক যাত্রী। সেখান থেকে যাঁরা আসছেন, তাঁদের কোনও পরীক্ষা হয়নি। এখানে যাঁরা রয়েছেন তাঁদের নিয়ে তো কোনও সমস্যা হয়নি। তাহলে যাঁরা আসছে তাঁদের কেন পরীক্ষা করিয়ে পাঠানো হচ্ছে না?’ প্রশ্ন তুলেছেন মমতা।

[আরও পড়ুন: ‘হিতৈষী হয়েও মুসলমান শ্রমিকদের ফেরানোর চেষ্টা করছেন না মমতা’, কটাক্ষ দিলীপ ঘোষের]

The post ‘শ্রমিক স্পেশ্যাল ট্রেনের নামে করোনা এক্সপ্রেস চালাচ্ছেন?’, রেলের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement