shono
Advertisement

গরিব বাঙালি পরিবারগুলিই টার্গেট! তিনসুকিয়া গণহত্যায় সরব মমতা

ঘরে ঘরে এখন ভয়, মন্তব্য মুখ্যমন্ত্রীর৷ The post গরিব বাঙালি পরিবারগুলিই টার্গেট! তিনসুকিয়া গণহত্যায় সরব মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 06:45 PM Nov 02, 2018Updated: 06:45 PM Nov 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কালীপুজোর উদ্বোধনে গিয়ে তিনসুকিয়া গণহত্যার বিরুদ্ধে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সরাসরি কেন্দ্রকে আক্রমণ করে অসম থেকে শুরু করে দেশের স্বশাসিত সংস্থাগুলিতে সরকারি হস্তক্ষেপ প্রসঙ্গ তুলে ধরেন৷ দীপাবলির উৎসবের মাঝে দেশজুড়ে চলতে থাকা হানাহানি থামাতে কেন্দ্র সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘দেশে অশুভ শক্তির বৃদ্ধি পাচ্ছে৷ ঘরে ঘরে এখন ভয়৷’’

Advertisement

[নবান্নের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের]

শুক্রবার গিরিশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের কালীপুজোর মণ্ডপ উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী৷ মণ্ডপ উন্মোচনের পর সংক্ষিপ্ত ভাষণের বেশির ভাগটাই দেশজুড়ে চলতে থাকা অচলাবস্থার বিরুদ্ধে সরব হন৷ আলোর উৎসবের মাঝেও দেশজুড়ে ভয় ও অশুভ শক্তি বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘অসমে বাঙালিদের উপর অত্যাচার চলছে৷ গরিব সাধারণ বাঙালি পরিবারগুলিকে টার্গেট করা হচ্ছে৷ রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে খুন করা হচ্ছে৷ ভাবা যায়!’’ বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনা জানতেই টুইটারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে মুখ্যমন্ত্রী বলেন, “অসম থেকে ভয়াবহ ঘটনার খবর পেলাম। এই ঘটনার তীব্র নিন্দা করছি। শোক জানানোর ভাষা নেই। দোষীদের দ্রুত ধরে শাস্তি দিতে হবে। আমার প্রশ্ন, এটা কি নাগরিকপঞ্জি নিয়ে সাম্প্রতিক ঘটনাবলীর পরিণাম?” এদিনও, একই ভাবে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷

[এনআরসি-র জন্য জঙ্গিরা উসকানি পেয়েছে, তিনসুকিয়া গণহত্যায় বিস্ফোরক পার্থ]

অসম ইস্যুর পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেও মুখ খোলেন মমতা৷ বলেন, ‘‘কেন্দ্রীয় সংস্থা দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে৷ ফোন করে বলা হচ্ছে, আরএসএসের সদস্যপদ না নিলে ব্যবস্থা নেওয়া হবে৷ এটা কখনই চলতে পারে না৷ এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে৷’’ দেশজুড়ে চলতে থাকা হানাহানি, সাম্প্রদায়িক বিভেদের রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, ‘‘কখনও খুন, কখনও নোটবন্দি, কখনও ব্যবসায়ীদের ভয় দেখিয়ে কাজ হাসিলের চেষ্টা চলছে৷ বিভাজনের রাজনীতি তৈরি করে ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে৷’’

ছবি: শুভাশিস রায়

The post গরিব বাঙালি পরিবারগুলিই টার্গেট! তিনসুকিয়া গণহত্যায় সরব মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement