সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুখ্যমন্ত্রী-সিনিয়র চিকিৎসকদের দীর্ঘক্ষণের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। শনিবার বিকেলে ফের সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর প্রস্তাব এখনও গ্রহণ করেননি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি নবান্নে নয়, হাসপাতালে গিয়ে সকলের মুখোমুখি হতে হবে মুখ্যমন্ত্রীকে। সকলের উপস্থিতিতে প্রত্যাহার করতে হবে বৃহস্পতিবারের মন্তব্য।
[আরও পড়ুন: সমাধানসূত্র অধরা, শনিবার ফের নবান্নে চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর]
এনআরএস কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে পাঁচদিন ধরে কার্যত বিপর্যস্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। স্রেফ চিকিৎসার অভাবে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু নিজেদের অবস্থানেই এখনও অনড় জুনিয়র ডাক্তাররা। আন্দোলন প্রত্যাহারে জন্য মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে গণইস্তফা দিচ্ছেন ডাক্তাররা। আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে বুদ্ধিজীবী মহলও। শুক্রবার এনআরএস কাণ্ডের প্রতিবাদে ডাক্তারদের মিছিলেও হেঁটেছেন অপর্ণা সেন, বিনায়ক সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো শহরের বহু খ্যাতনামা ও বিশিষ্ট মানুষ। পরিস্থিতি যে ক্রমশ জটিল হচ্ছে, তা আঁচ করে শুক্রবার বিকেলে শহরের ৬ জন প্রবীণ চিকিৎসককে নবান্নে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সুকুমার মুখোপাধ্যায়।
[আরও পড়ুন: NRS কাণ্ডের প্রতিবাদ, ডাক্তারদের সঙ্গে পথে নামলেন রূপম-অনুপম]
বৈঠক চলাকালীন আন্দোলনকারীদের ৪ জন প্রতিনিধিকে নবান্নে ডেকে পাঠানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। কিন্ত সন্ধেবেলা যখন মুখ্যমন্ত্রীর বার্তা নিয়ে এনআরএসে পৌঁছান স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র, তখন জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। আন্দোলনকারীরা সাফ জানিয়ে দিয়েছেন, এত তাড়াতাড়ি তাঁদের পক্ষে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিনিধি পাঠানো সম্ভব নয়। নবান্নে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর ফিরে যেতে হয় মুখ্যমন্ত্রী ও সিনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলকে। এরপরেই শনিবার বিকেল পাঁচটায় ফের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। সেখানে জুনিয়র ডাক্তারদের আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে জুনিয়র চিকিৎসকরা আদৌ হাজির হবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পাশাপাশি, বৈঠকে হাজির হলেও সমাধান সূত্র মিলবে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন।
The post ‘নবান্ন নয়, কথা হবে এনআরএসে’, মুখ্যমন্ত্রীর আবেদন ফেরাল জুনিয়র চিকিৎসকরা appeared first on Sangbad Pratidin.