shono
Advertisement

শেষ মুহূর্তে বাতিল মুখ্যমন্ত্রীর চিন সফর, তুঙ্গে বিতর্ক

সফর বাতিল প্রসঙ্গে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ The post শেষ মুহূর্তে বাতিল মুখ্যমন্ত্রীর চিন সফর, তুঙ্গে বিতর্ক appeared first on Sangbad Pratidin.
Posted: 04:22 PM Jun 22, 2018Updated: 04:52 PM Jun 22, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাতিল হল মুখ্যমন্ত্রীর চিন সফর৷ চিনের তরফে এ বিষয়ে যথাযথ কোনও প্রতিক্রিয়া না মেলায় শেষ মুহূর্তে সফর বাতিল করার সিদ্ধান্ত নিল রাজ্য৷ আজ সন্ধ্যা নাগাদ বাণিজ্য ও রাজনৈতিক বৈঠকের লক্ষ্যে সপার্ষদ চিন সফরে রওনা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সেই বৈঠক নিশ্চিত না হওয়ায় সফর বাতিল করা হয়েছে বলে আজ নবান্নে জানান অর্থমন্ত্রী অমিত মিত্র৷

Advertisement

[পর্ণশ্রীতে যৌন নিগ্রহের শিকার ২ বছরের শিশু, গ্রেপ্তার মামা]

বৃহস্পতিবারের এই সফর বাতিল প্রসঙ্গে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ চিনা বিদেশমন্ত্রকের কাজের সমালোচনাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, মার্চ মাস নাগাদ বিদেশ মন্ত্রকের তরফে চিনে বাণিজ্য ও রাজনৈতিক সভায় তাঁকে অংশ নিতে অনুরোধ করা হয়৷ বিদেশমন্ত্রকের অনুরোধই আজ চিন সফরের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়৷ কিন্তু, চিনা বিদেশমন্ত্রকের চূড়ান্ত উদাসীনতার কারণে শেষ মুহূর্তে সফল বাতিল করা হয়৷ ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে লাগাতার চিনা দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ব্যর্থ হতে হয় আধিকারিকদের৷ পরে জানানো হয়, মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত সূচি এখনও নিশ্চিত নয়৷ তবে, তিনি চাইলে ব্যাংকক যেতে পারেন৷ এর পরই ভারতীয়  বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে সফর বাতিল করাতে বাধ্য হন মুখ্যমন্ত্রী৷

[তাপ্পি দেওয়া টায়ারে পরপর ব্রেকডাউন গাড়ি, যানজট সরাতে নাজেহাল পুলিশ]

সব ঠিকঠাক থাকলে আজ রাতে চিন সফরে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ সঙ্গে যাওয়ার কথা ছিল অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব মলয় দে, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব গৌতম সান্যাল, নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থ-সহ বেশ কয়েকজন অফিসার, কয়েকজন শিল্পপতি এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের৷

আগামী ২৩ থেকে ২৭ জুন পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকার কথা ছিল বেজিংয়ে। সেখানে চিনা কমিউনিস্ট পার্টির নেতাদের পাশাপাশি সেদেশের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর৷ ২৭ জুন বেজিং থেকে সাংহাই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ সেখানেও শিল্পপতিদের সঙ্গে বৈঠক করার কথা ছিল৷ সেখানে তাঁর সঙ্গে দেখা করার কথা ছিল কলকাতা শহরের সিস্টার সিটি চিনের কুনমিং শহরের মেয়র৷ ৩০ জুন সিঙ্গাপুর হয়ে কলকাতা ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রী৷

The post শেষ মুহূর্তে বাতিল মুখ্যমন্ত্রীর চিন সফর, তুঙ্গে বিতর্ক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement