shono
Advertisement

রাজ্যপাট ছেড়ে রাজপথে, সংগঠন ধরে রাখতে ফের আন্দোলনে নামছেন মমতা

বৃহস্পতিবার ভাটপাড়া অঞ্চলে ঘরছাড়া কর্মীদের পাশে দাঁড়াতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ The post রাজ্যপাট ছেড়ে রাজপথে, সংগঠন ধরে রাখতে ফের আন্দোলনে নামছেন মমতা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM May 29, 2019Updated: 04:47 PM May 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দোলনই তাঁকে তৈরি করেছে৷ আন্দোলনই তাঁকে করে তুলেছে জননেত্রী থেকে মুখ্যমন্ত্রী৷ আর দলের সংকটকালে সেই আন্দোলন অস্ত্রেই শান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফের তিনি নামছেন রাস্তায়৷ বাংলায় রাজনৈতিক হিংসার নেপথ্যে তৃণমূলকে দায়ী করে বিজেপি যেভাবে প্রচার করছে, তা সত্যিই রাজ্যের শাসকদলের কাছে অস্বস্তিকর, অপমানজনক৷ তার প্রতিবাদ করে বৃহস্পতিবার নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান বাতিল করেছেন মুখ্যমন্ত্রী৷ পরিবর্তে তিনি পথে নেমে নিজের দলীয় কর্মীদের পাশে দাঁড়াবেন৷

Advertisement

[ আরও পড়ুন: আর্থিক অভাবে জোটেনি বইখাতা, পাশ করতে না পেরে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী]

সূত্রের খবর, বৃহস্পতিবার যখন দিল্লিতে হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ, তখন মুখ্যমন্ত্রী থাকবেন ভাটপাড়া, নৈহাটি অঞ্চলে৷ নির্বাচন ঘিরে এই এলাকাই সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছিল৷ রাজনৈতিক সংঘর্ষ থেকে গোষ্ঠীদ্বন্দ্বও ছড়িয়ে পড়ে৷ ১৯ মে ভাটপাড়ায় উপনির্বাচনের দিন রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এই এলাকা৷ তার জেরে প্রাণ বাঁচাতে এলাকার বাইরে গা ঢাকা দিতে হয়েছে বেশ কয়েকজন কর্মী, সমর্থককে৷ লোকসভা নির্বাচনে তৃণমূলের ফলাফল যেমন হয়েছে, তাতে আরও দিশা হারিয়েছেন এই নিচুস্তরের কর্মীরা৷ এঁদের সংখ্যা কমবেশি ৫০০৷ নিরাপদে ঘরে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় কাটছে না৷ নিরাপত্তার কথা ভেবে অনেকে তৃণমূল ছাড়ছেন৷ সংগঠনের অবস্থা ইতিমধ্যেই বেহাল৷ আতঙ্ক নিয়ে মঙ্গলবার বিকেলে নবান্নের দ্বারস্থ হয়েছিলেন আক্রান্তরা৷ সাংবাদিক বৈঠক করে তাঁরা নিজেদের বিপন্নতার কথাও জানিয়েছিলেন৷ চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী নিজে এবিষয়ে হস্তক্ষেপ করুন৷

আর এই পরিস্থিতিতে রাজনীতির ময়দানে বহু অভিজ্ঞতাসম্পন্ন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ বুঝেছেন, তিনি ফের আসরে নেমে আক্রান্তদের পাশে না দাঁড়ালে সংগঠন ধরে রাখা মুশকিল৷ তাই তিনি ফের নামছেন পথে৷ বৃহস্পতিবার বিকেলেই মুখ্যমন্ত্রী যাবেন ভাটপাড়া এলাকায়৷ সেখানকার ঘরছাড়া কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন৷ বার্তা দেবেন, বিপদে পাশেই রয়েছেন দলের সুপ্রিমো৷ তাঁদের নিরাপদে ঘরে ফিরিয়ে দেবেন৷ দলের জন্য যাঁরা প্রাণপাত করেছেন, সংকটকালে তাঁদের ভোলেনি দল৷ সেই আশ্বাসটুকু দিতেই বৃহ্স্পতিবার নৈহাটির মাটিতে পা রাখবেন মুখ্যমন্ত্রী৷

[ আরও পড়ুন: হাতিয়ার সোশ্যাল মিডিয়া, উজ্জ্বলের নকশাতেই বাংলায় পদ্মের রমরমা]

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই পরিস্থিতিতে প্রশাসনিক প্রধান বা মুখ্যমন্ত্রীর ইমেজ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে ফের জননেত্রীর ভূমিকায় নামছেন, তা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ৷ কারণ, এই মুহূর্তে গেরুয়া দাপটে যেভাবে সংগঠন ভাঙছে, তা ধরে রাখাই তাঁর কাছে চ্যালেঞ্জের৷ নয়ের দশকে নাগরিক পরিচয়পত্র থেকে শুরু করে হাল আমলের সিঙ্গুর, নন্দীগ্রাম ইস্যুতে যেভাবে পথের আন্দোলন থেকে তিনি বিপুল জনসমর্থন নিজের দিকে টানতে পেরেছিলেন, তাতেই ফের ভরসা রাখছেন মমতা৷ ঠিক সেভাবেই ফের রাজপথে অবতীর্ণ হয়ে হৃত সমর্থন ফেরাতে চান তিনি৷     

The post রাজ্যপাট ছেড়ে রাজপথে, সংগঠন ধরে রাখতে ফের আন্দোলনে নামছেন মমতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement