shono
Advertisement

গণতন্ত্র বাঁচাতে সমমনোভাবাপন্ন দলগুলিকে এক হওয়ার ডাক মমতার

দেশে সুপার এমার্জেন্সি চলছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। The post গণতন্ত্র বাঁচাতে সমমনোভাবাপন্ন দলগুলিকে এক হওয়ার ডাক মমতার appeared first on Sangbad Pratidin.
Posted: 01:38 PM Sep 15, 2018Updated: 04:26 PM Sep 15, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারের মুণ্ডপাত করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিশ্ব যখন গণতন্ত্র দিবস পালন করছে তখন আমাদের দেশে সুপার এমার্জেন্সি চলছে অভিযোগ মুখ্যমন্ত্রীর। একই সঙ্গে উনিশে বিজেপিকে উৎখাত করার জন্য সমস্ত সমমনোভাবাপন্ন দলকে এক ছাতার তলায় আসারও আহ্বান করলেন তিনি।

Advertisement

[এলপিজি কেলেঙ্কারিতে গ্রেপ্তার বিজেপি নেতা রঞ্জিত মজুমদার]

 

বিজেপির সবচেয়ে প্রবল বিরোধীদের যদি তালিকা তৈরি করা হয়, তাহলে সবার উপরেই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। গত কয়েক বছরে মমতার মতো চড়া সুরে বিজেপি সরকারের সমালোচনা সম্ভবত আর কোনও নেতা করেননি। আর এই বিজেপি বিরোধিতায় জাতীয় স্তরে তৃণমূল নেত্রীর গুরুত্ব কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। উনিশের ভোটকে সমানে রেখে বিরোধীরা যে এক ছাতার তলায় আসার চেষ্টা করছেন তাঁর মূল কারিগরও মমতা বন্দ্যোপাধ্যায়ই। গণতন্ত্র দিবসে আরও একবার বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় শান দিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। একটি টুইট বার্তায় মমতা বলেন, দেশে সুপার এমারজেন্সি চলছে, এবং এই মহান দেশের গণতান্ত্রিক কাঠামোকে বাঁচানোর জন্য সব সমমনোভাবাপন্ন দলগুলির এক ছাতায় আসা উচিত।

[লোকসভা ভোটের আগে বাংলায় দলের রাশ নিজের হাতেই নিচ্ছেন অমিত শাহ]

উল্লেখ্য, কেন্দ্রীয় স্তরে ইতিমধ্যেই বিজেপি বিরোধী মহাজোট গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে বিএসপি, সমাজবাদী পার্টি, কংগ্রেসের আসনরফা প্রায় পাকা। বিহারেও জোট হয়ে গিয়েছে লালুপ্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেসের। মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে শরদ পাওয়ারের এনসিপির। ঝাড়খণ্ড, জম্মু-কাশ্মীর, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকেও বিজেপি বিরোধী জোট কার্যত নিশ্চিত। সরাসরি, কোনও জোটের সঙ্গে যুক্ত না থাকলেও বিরোধীদের এই বৃহত্তর জোটের অন্যতম কারিগর মমতাই।

The post গণতন্ত্র বাঁচাতে সমমনোভাবাপন্ন দলগুলিকে এক হওয়ার ডাক মমতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement