shono
Advertisement

‘ধৈর্য রাখুন, ভাল কিছু অপেক্ষা করছে’, মমতার পাশে দাঁড়িয়ে বার্তা কেসিআরের

তুঙ্গে ফেডারেল ফ্রন্টের চর্চা৷ The post ‘ধৈর্য রাখুন, ভাল কিছু অপেক্ষা করছে’, মমতার পাশে দাঁড়িয়ে বার্তা কেসিআরের appeared first on Sangbad Pratidin.
Posted: 05:59 PM Dec 24, 2018Updated: 08:59 PM Dec 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ-বিজেপি, অ-কংগ্রেসি জোটের লক্ষ্যে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী৷ কোনও রাখঢাক না করেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দুই শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব সাক্ষাৎ করলে, তাঁদের মধ্যে রাজনীতি নিয়ে আলোচনা হবে এটা স্বভাবিত৷ আমাদের মধ্যেও তেমনটা হয়েছে৷ ধৈর্য ধরুন, ভাল কোনও খবর অপেক্ষা করছে৷’’

Advertisement

[রাজ্যে ৯৯১ কোটি টাকা বিনিয়োগ করবে ফ্লিপকার্ট, ঘোষণা মুখ্যমন্ত্রীর]

কেসিআর-এর এই মন্তব্যেই অ-কংগ্রেসি, অ-বিজেপি জোটের চিত্রটা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ সূত্রের খবর, দুই শীর্ষ নেতার বৈঠকে আলোচনার মূল বিষয়ই ছিল তৃতীয় ফ্রন্ট এবং আসন্ন লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলির রণকৌশল৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রীকে হায়দরাবাদে আমন্ত্রণও জানিয়েছেন টিআরএস প্রধান৷ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ফের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন কেসিআর। সেদিনই তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন মমতা। এরপরই তাঁর কলকাতা সফরকে খাটো করে দেখতে নারাজ ওয়াকিবহাল মহল৷

[নতুন বছরে টিভি দেখা যাবে তো? ফিল-আপ করতে হবে ফর্ম!]

আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাতে সায় রয়েছে কেসিআরেরও। কয়েকদিন আগেই মমতার সঙ্গে সাক্ষাৎ করে গিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। ফেডারেল ফ্রন্টকে নেতৃত্বে দেওয়ার জন্য তিনিও আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ তার আগে নবান্নে এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করে গিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। তাঁদের মধ্যেও তৃতীয় ফ্রন্টের বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর৷

The post ‘ধৈর্য রাখুন, ভাল কিছু অপেক্ষা করছে’, মমতার পাশে দাঁড়িয়ে বার্তা কেসিআরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement