shono
Advertisement

বিনিয়োগ টানতে মার্কিন বিদেশকর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

মার্কিন প্রশাসনের কোনও বড় মাপের কূটনীতিকের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই আলোচনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য প্রশাসন৷ The post বিনিয়োগ টানতে মার্কিন বিদেশকর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 08:35 PM Jun 30, 2016Updated: 06:04 PM Oct 27, 2018

স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বৃহস্পতিবার নবান্নে বৈঠক করবেন মার্কিন প্রশাসনের বিশেষ দূত থমাস এ স্যানন৷ তিনি মার্কিন সরকারের রাজনৈতিক দফতরের আন্ডার সেক্রেটারি৷ দু’দিনের কলকাতা সফরে আজ আসছেন স্যানন৷ দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্কের ভিত আরও মজবুত করতে চায় মার্কিন সরকার৷

Advertisement

নবান্ন সূত্রে খবর, আজকের বৈঠকে বাংলায় বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে৷ ফলে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই বৈঠক৷ দু’বছর আগে মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটন৷ এ ছাড়াও ভারতে নিযুক্ত মার্কিন বিদেশসচিব ন্যান্সি পাওয়েলও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে গিয়েছেন৷ বস্তুত, মার্কিন প্রশাসনের কোনও বড় মাপের কূটনীতিকের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই আলোচনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য প্রশাসন৷

The post বিনিয়োগ টানতে মার্কিন বিদেশকর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement