shono
Advertisement

‘ওরা দেশকে বিক্রি করে দিয়েছে, বিজেপিকে আর সমর্থন নয়!’

পাটনার সভায় মমতার পাশে আরজেডি, নেই জেডি (ইউ)৷ The post ‘ওরা দেশকে বিক্রি করে দিয়েছে, বিজেপিকে আর সমর্থন নয়!’ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:20 PM Nov 30, 2016Updated: 03:50 PM Nov 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউতে সুর চড়িয়েছিলেন৷ পাটনাতেও তা ধরে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মোদি সরকারের বিরুদ্ধে তাঁর আক্রমণ অব্যাহত৷

Advertisement

নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে গোটা দেশ জুড়ে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো৷ সেইমতো আজ পাটনায় ছিল তাঁর সভা৷ সে রাজ্যের সরকার অবশ্য নোট বাতিলে কেন্দ্রের পাশেই রয়েছে৷ ফলে এই মঞ্চে নিজের দিকে সমর্থনের হাওয়া কেড়ে নেওয়া একটু কঠিনই ছিল৷ কিন্তু অচেনা মঞ্চ থেকে লড়াইকেই বেছে নিয়েছেন তিনি৷ সর্বভারতীয় দল ঘোষণা হওয়ার পর থেকে দলের জাতীয় অস্তিত্ব প্রমাণও তাঁর অন্যতম লক্ষ্য বটে৷ তবে তিনি অবশ্য বারবার বলছেন, মানুষের স্বার্থেই তাঁর এই আন্দোলন৷ এদিনও প্রত্যাশামতো মোদি সরকারকে নিশানা করে তোপ দাগেন তিনি৷ জানান, “মানুষের থেকে টাকা কেড়ে নিচ্ছে৷ তাহলে আর স্বাধীনতা কী থাকল? এই সরকার মানুষের স্বাধীনতা হরণ করছে৷ জরুরি অবস্থার থেকেও এই পরিস্থিতি খারাপ৷ আর্থিক জরুরি অবস্থার থেকে ভয়ঙ্কর আর কিছু নেই৷”

শাসকদলের নেতা-মন্ত্রীদেরও আক্রমণ করেন তিনি৷ জানান, “নোট নাকচের পর আয়ের হিসেব চাওয়া হচ্ছে৷ আগেকার হিসাব চাওয়া হচ্ছে না কেন?” সেপ্টেম্বরে শাসকদলের জমি কেনাকে টার্গেট করে মমতা ফের দাবি করেন, শাসকদলের কাছে এই সিদ্ধান্ত অজানা ছিল না৷ পরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সমবায় বন্ধ করে শপিং মলগুলিকে বিগ ব্যাঙ্কে পরিণত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি৷

কিছুদিন আগেই নোট বাতিলের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ সেই মতকে হাতিয়ার করেই মোদির তীব্র সমালোচনা করেন৷ জানান, বহু অর্থনীতিবিদই সিদ্ধান্তের বিরোধিতা করছেন৷ সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে যেমন ঘুরিয়ে প্রশ্ন তুললেন, তেমনই টানলেন সাধারণ মানুষের ভোগান্তির প্রসঙ্গও৷

লখনউতে শাসকদলের যে সমর্থন তিনি পেয়েছিলেন এখানে তা ছিল না৷  তবে মোদি সরকারকে আক্রমণের ঝাঁঝে কোনও কমতি রাখলেন না মমতা৷

The post ‘ওরা দেশকে বিক্রি করে দিয়েছে, বিজেপিকে আর সমর্থন নয়!’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement