shono
Advertisement

‘নেতাজিকে ভুলে গিয়েছে বিজেপি’, ২৩ জানুয়ারি অধরা জাতীয় ছুটি নিয়ে তোপ মমতার

'ছাই নয়, জীবন্ত নেতাজিকে চাই', বলছেন বাংলার মুখ্যমন্ত্রী।
Posted: 12:57 PM Jan 23, 2024Updated: 02:21 PM Jan 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২০ বছর ধরে চেষ্টা করছেন। তবুও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে মেলেনি জাতীয় ছুটি। যা নিয়ে আক্ষেপ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই ইস্যুতে নাম না করে কেন্দ্রকে তাঁর খোঁচা, রাজনৈতিক প্রচারের জন্য এ দেশে ছুটি দেওয়া হয়। কিন্তু যার জন্য় স্বাধীনতা এল তাঁর জন্মদিবসে জাতীয় ছুটি দেওয়া হয় না। তাঁর আরও সংযোজন, “ক্ষমতায় এসে নেতাজিকে ভুলে গিয়েছে বিজেপি।”

Advertisement

প্রতি বছরের মতোই এবারও মঙ্গলবার রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রীয। তার পর বক্তব্য রাখতে গিয়ে আক্ষেপের কথা জানান তিনি। মমতার আক্ষেপ, “দেশে রাজনৈতিক অনুষ্ঠানে ছুটি দেওয়া হয়। কিন্তু নেতাজি জন্মজয়ন্তীতে ছুটি দেওয়া হয় না। গত ২০ বছর ধরে চেষ্টা করছি। কিন্তু এখনও জাতীয় ছুটির আবেদন মঞ্জুর করাতে পারলাম না। আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী।”

[আরও পড়ুন: মুখে ‘জয় শ্রীরাম’ ধ্বনি, শুটিং ছেড়েই গেরুয়া পতাকা হাতে নাচ রাজপাল যাদবের]

এ প্রসঙ্গে কেন্দ্রকে তোপ দেগেছেন মমতা। তাঁর কথায়, “ক্ষমতায় আসার আগে নেতাজির কথা বলে সবাই। তার পর বিজেপি নেতাজিকে ভুলে গিয়েছে।” নেতাজির গোপন চিঠিপত্র, নথি প্রকাশের বিষয়টি নিয়েও তোপ দেগেছেন তিনি। রাজ্য সরকার নেতাজি সংক্রান্ত গোপন ফাইল ডিক্লাসিফাই করেছে। কিন্তু কেন্দ্র সরকার সেই সমস্ত চিঠি সামনে আনেনি বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। এমনকী, মোদি সরকারের প্ল্যানিং কমিশন তুলে দেওয়া নিয়েও সরব হন। বলেন, “নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। আজকে প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। প্ল্যানিংটা কিলিং। ঘৃণার রাজনীতি চলছে। নীতি আয়োগ তৈরি করেছে। না আছে নীতি, না আছে আয়োগ। মোমের পুতুল।”

শেষে মুখ্যমন্ত্রীর সংযোজন, “যিনি দেশকে স্বাধীন করলেন তাঁর জন্মদিনটা জানি, কিন্তু মৃত্যুদিন জানি না। চির অমাবস্যার লুক্কায়িত। আমরা লজ্জিত।”  মমতা আরও বলেন, “একবার আমাকে ( রেনকোজি মন্দিরে অবস্থিত ছাই) নেওয়ার জন্য বলা হয়েছিল। আমি সেটা নিতে চাই না। ছাই নয়, আমি জীবন্ত নেতাজি চাই।”

[আরও পড়ুন: ‘ভেবেচিন্তে কথা বলুন…’, রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনই কেন এমন কথা মিঠুনের মুখে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement