সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরুচোর সন্দেহে ফের গণপিটুনিতে প্রাণ গেল এক নিরীহের৷ রাজস্থানের পর এবার ঘটনাস্থল বিহারের আরারিয়া৷ মারধরের ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পরই ঘটনাটি পুলিশের নজরে আসে৷ পুলিশসূত্রে খবর, তদন্ত শুরু হয়েছে৷ তবে এখনও গ্রেপ্তার হয়নি কেউ৷
এক ব্যক্তি রাস্তার শুয়ে রয়েছেন৷ তাঁকে ঘিরে রয়েছে বেশ কয়েকজন৷ চলছে বেধড়ক গণপিটুনি৷ যারা মারধর করছে, তারা নির্যাতিতকে বারবার ‘চোর’ বলে ডাকছে৷ যাঁকে মারধর করা হচ্ছে, তিনি কাকুতি মিনতি করছেন৷ চিৎকার করছেন যন্ত্রণায়৷ গরুচোর নন বলেও বারবার বলছেন তিনি৷ কিন্তু সেকথা শোনার মতো কারও ফুরসত নেই৷ পরিবর্তে বারবারই আক্রমণকারীদের দিক থেকে ধেয়ে আসছে লাথি, ঘুসি, চড়৷ একদল যখন ওই ব্যক্তিকে মারধরে ব্যস্ত, তখন আরেকদল মারধর করার জন্য উৎসাহ দিচ্ছে৷ গোটা ঘটনাটি ঘটেছে বিহারের পাটনা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের আরারিয়া জেলায়৷ যারা মারধর করছে, তাদেরই কেউ কেউ ঘটনার ভিডিও করে৷ সেই ভিডিও আপলোড করা হয় সোশ্যাল মিডিয়ায়৷ উত্তেজক এই ভিডিও বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়৷ আর তারপরই তা নজরে আসে পুলিশের৷
[সংসদ থেকে পালিয়েছেন মোদি, রাফালে নিয়ে নয়া কটাক্ষ রাহুলের]
ভিডিও দেখার পরই শুরু হয় খোঁজখবর৷ পুলিশ জানতে পারে যাঁকে নৃশংসভাবে মারধর করা হচ্ছে, তাঁর নাম কাবুল মিঞা৷ বছর পঞ্চান্নর ওই ব্যক্তি আরারিয়ার বাসিন্দা৷ পুলিশ আধিকারিক কে পি সিং বলেন, ‘‘ভিডিওটি সদ্য ভাইরাল হয়েছে৷ আদতে ঘটনাটি গত ২৯ ডিসেম্বরের৷ যাঁকে মারধর করা হচ্ছে, তাঁর বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনা হয়েছে৷ আমরা ঘটনার তদন্ত শুরু করেছি৷ তবে এখনও কাউকেই গ্রেপ্তার করা যায়নি৷’’
[বুলন্দশহর কাণ্ডে অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত যোগেশ রাজ]
গণপিটুনিতে কাবুল মিঞার মৃত্যুর ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ পুলিশ আধিকারিকরা নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ বলেই অভিযোগ বিরোধীদের৷ টুইট করে সমালোচনার সুরে তেজস্বী যাদব বলছেন, ‘‘বিহার আদতে লিঞ্চিং বিহার হয়ে গিয়েছে৷’’
The post গরুচোর সন্দেহে ফের গণপিটুনি, মৃত্যু বিহারের বাসিন্দার appeared first on Sangbad Pratidin.