shono
Advertisement

বিমানে বন্ধুত্ব, গোয়ায় পৌঁছে রিসর্টে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ ব্যক্তির!

ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
Posted: 03:38 PM Aug 25, 2023Updated: 03:44 PM Aug 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলাপ বিমানে। এরপর ফোন নম্বর চালাচালি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর কয়েকদিন পর সদ্য আলাপ হওয়া মহিলাকে নিজের রিসর্টে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ (Rape) করার অভিযোগে গ্রেপ্তার হলেন ৪৭ বছরের এক ব্যক্তি। গোয়ায় (Goa) ঘটেছে এমনই এক অনভিপ্রেত ঘটনা।

Advertisement

ঠিক কী হয়েছিল? ধর্ষিতার বয়ান থেকে জানা যাচ্ছে, গুজরাটের বাসিন্দা ওই ব্যক্তি বিমানে গোয়ায় যাচ্ছিলেন। বিমানেই ওঁর সঙ্গে আলাপ হয় এক মহিলার। ক্রমে আলাপ গড়ায় বন্ধুত্বে। মহিলার ফোন নম্বরও চেয়ে নেন তিনি। পরে গোয়ায় পৌঁছনোর পরও তাঁদের মধ্যে যোগাযোগ হতে থাকে। এরপরই ওই ব্যক্তি মহিলাকে অনুরোধ করেন উত্তর গোয়ার আসোনোরা গ্রামে তাঁর রিসর্টে আসতে। সেই ‘ফাঁদেই’ পা দেন নির্যাতিতা।

[আরও পড়ুন: নির্বাচনের ফল বদলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ডোনাল্ড ট্রাম্প, পরে শর্তসাপেক্ষে জামিন]

তিনি ওই রিসর্টে গেলে অভিযুক্ত তাঁকে নিজের রুমে নিয়ে যান। তারপর সেখানেই তাঁকে ধর্ষণ করেন। পরে হুমকি দিতে থাকেন, মুখ খুললে পরিণাম ভাল হবে না। কিন্তু সেই হুমকিতে কান না দিয়ে নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। তদন্তকারীরা নির্যাতিতা মহিলার বয়স ও অন্য়ান্য তথ্য প্রকাশ্যে আনেননি।

[আরও পড়ুন: ‘প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে সম্মান করতে শিখুন’, ব্রিকসের মঞ্চে জিনপিংকে বার্তা মোদির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement