সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল হাওয়ার দাপটে মুম্বইয়ের ঘাটকোপর এলাকায় বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড ভেঙে পড়ার দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৭৪। অবশেষে বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুর থেকে গ্রেপ্তার হলেন হোর্ডিং টাঙানোর দায়িত্বে থাকা সংস্থার কর্ণধার ভবেশ ভিন্ডে।
সোমবার বিকেলে ঝড়ের দাপটে পরিত্রাহি অবস্থা হয় বাণিজ্যনগরীর বাসিন্দাদের। ১০০ ফুটের অতিকায় বিলবোর্ডটি ভেঙে পড়ায় আশপাশের এলাকার অনেকেই চাপা পড়ে যান সেটির তলায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী একনাথ শিণ্ডে আহত ও মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন।
[আরও পড়ুন: প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ঘুমের মধ্যেই তরুণীকে কোপালেন যুবক!]
এই দুর্ঘটনার পরই প্রশ্ন উঠতে থাকে ওই বিলবোর্ড কী করে লাগানো হল তা নিয়ে। জানা যায়, ইগো মিডিয়া নামে একটি সংস্থা ওই বিলবোর্ড টাঙিয়েছিল। যদিও এলাকাটি পুলিশ ওয়েলফেয়ার কর্পোরেশনকে লিজে দিয়েছিল মহারাষ্ট্র সরকারের পুলিশ হাউজিং বিভাগ। এর পরই এফআইআর দায়ের হয় ভবেশের বিরুদ্ধে। যদিও এটাই তাঁর বিরুদ্ধে ওঠা প্রথম মামলা নয়। জানা যায়, কুড়িটির বেশি মামলা চলছে ইডো মিডিয়ার কর্ণধারের নামে। যার মধ্যে রয়েছে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলাও।
প্রসঙ্গত, সোমবার ঝড়ের পূর্বাভাস দিয়েছিল মহারাষ্ট্র আবহাওয়া দপ্তর। সতর্ক করা হয়েছিল মুম্বই (Mumbai), পালঘর এবং থানের বাসিন্দাদের। কিছু পরেই তুমুল ধুলোঝড় শুরুও হয়। ঝড়ের পরেই শুরু হয় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। ঝড়ে শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। সব মিলিয়ে অল্প সময়ের মধ্যেই যেন লন্ডভন্ড হয়ে যায় মুম্বইয়ের ওই সব অঞ্চল।