সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক যুবতীকে ধর্ষণের পর বিয়ে করার নামে ধর্মান্তকরণের চেষ্টা করেছিল। এই অভিযোগের ভিত্তিতে মুসলিম সম্প্রদায়ের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির সঙ্গম বিহার এলাকায়। অভিযুক্তের নাম সাহিব আলি ওরফে রাহুল (২০) বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী যুবতীর বাড়ি নয়াদিল্লির সঙ্গম বিহার (Sangam Vihar) এলাকায়। কয়েকমাস আগে তাঁদের বাড়িতে সাহিব আলি ওরফে আলি নামের ওই যুবক ভাড়া থাকতে আসে। আস্তে আস্তে ওই দুই যুবক-যুবতীর মধ্যে ঘনিষ্ঠতা থেকে প্রেমও হয়। এভাবে কিছুদিন চলার পর একদিন আলি বিহার এলাকায় থাকা নিজেদের বাড়িতে ওই যুবতীকে নিয়ে যায় অভিযুক্ত। বাবা, মা, ভাই, বোন ও জামাইবাবুর সঙ্গে পরিচয় করায়। পরে আরেকদিন বাড়িতে নিয়ে গিয়ে যুবতীটির অনিচ্ছা সত্ত্বেও জোর করে দৈহিক সম্পর্ক স্থাপন করে।
[আরও পড়ুন: করোনার নতুন স্ট্রেন অন্ধ্রপ্রদেশের মহিলার শরীরে! আক্রান্ত অবস্থায় ট্রেনে ওঠায় তীব্র আতঙ্ক]
অভিযুক্ত যুবকের বাবাও মেয়েটির শরীরে আপত্তিকর ভাবে স্পর্শ করে। তাঁকে ধর্ষণ করার চেষ্টা করে বলে অভিযোগ। সম্প্রতি ওই যুবতীটিকে বিয়েও করে অভিযুক্ত সাহিব আলি। তারপর মেয়েটিকে জোর করে ধর্মান্তকরণের চেষ্টা করছিল বলে অভিযোগ। এর জেরে বাধ্য হয়ে গত সোমবার মেয়েটি স্থানীয় সরিতা বিহার পুলিশ স্টেশনে ডায়েরি করেন। তারপরই নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেওয়ার পাশাপাশি অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৬৬, ৩৫৪, ৪০৬, ৫০৬, ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়।
এপ্রসঙ্গে বুধবার সরিতা বিহার (Sarita Vihar) থানার এক আধিকারিক জানান, যুবতীটির অভিযোগের ভিত্তিতে ওই যুবকের নামে ধর্ষণ-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের প্রমাণ মিলল ওই যুবককে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা হবে।