shono
Advertisement

মর্মান্তিক! ভারত-পাক ম্যাচে তুমুল উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

হাসপাতালে নিয়ে গেলে ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
Posted: 04:38 PM Oct 24, 2022Updated: 04:42 PM Oct 24, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে হাড্ডাহাড্ডি ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত (India vs Pakistan)। দেশজুড়ে দিওয়ালির আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে বিরাট কোহলিদের এই জয়। কিন্তু ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্সের দরুণ হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হল এক যুবকের। জানা গিয়েছে, ম্যাচের উত্তেজনা সামলাতে না পেরেই হার্ট অ্যাটাক হয়েছে অসমের ওই যুবকের। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে অসমের স্থানীয় পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিটু গগৈ। তাঁর বয়স ৩৪ বছর। অসমের শিবসাগর জেলার বাসিন্দা তিনি। শিবসাগর পুলিশের তরফে জানা গিয়েছে, রবিবার ভারত-পাক ম্যাচ দেখতে গিয়েছিলেন বিটু। স্থানীয় একটি সিনেমা হলে বড় পর্দায় ক্রিকেট ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। বন্ধুদের সঙ্গে সেখানেই গিয়েছিলেন বিটু।

[আরও পড়ুন: হিমাচলে বিজেপির আসন বণ্টনে উষ্মা, একাধিক কেন্দ্রে নির্দল প্রার্থী গেরুয়া ‘বিদ্রোহী’রা!]

সকলের সঙ্গে মিলে খেলা দেখছিলেন বিটু। ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতোই দুলতে থাকায় সমস্যা শুরু হয়। ম্যাচ যত গড়াতে থাকে, ভারতীয় সমর্থকদের মধ্যে ততই উত্তেজনা বাড়তে থাকে। গোটা দেশের মানুষ তখন টিভির সামনে বসেই চিৎকার করে প্রিয় দলকে সমর্থন করছেন। অসমের ওই সিনেমা হলেও এই অবস্থার অন্যথা হয়নি। সকলে মিলে চিৎকার করে দলকে সমর্থন করতে থাকেন।

তার ফলেই বিপত্তি ঘটে। একসঙ্গে এত আওয়াজের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিটু। সঙ্গে সঙ্গে বন্ধুরাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান, প্রচণ্ড আওয়াজের মধ্যে থাকার ফলেই অসুস্থ হয়ে পড়েছিলেন বিটু। ইতিমধ্যেই তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। বিটুর পরিবারের তরফে জানা গিয়েছে, কোনও রকম অসুস্থতা ছিল না তাঁর। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে শিবসাগর পুলিশ।

[আরও পড়ুন:নির্বাচন কমিশনের পর খয়রাতি নিয়ে পদক্ষেপে প্রস্তুতি CAG’র, রিপোর্ট যাবে কেন্দ্রের কাছে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement