shono
Advertisement
Maharashtra

শিশুকন্যার সামনে প্রতিবেশী গৃহবধূকে হাত-পা বেঁধে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত

এর পিছনে আরও কেউ যুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও।
Published By: Biswadip DeyPosted: 08:35 PM Sep 20, 2024Updated: 08:35 PM Sep 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবেশী মহিলার ঘরে ঢুকে হাত-পা বেঁধে তাঁর শিশুকন্যার সামনেই তাঁকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে। মহারাষ্ট্রের থানেতে চাঞ্চল্য এই ঘটনাকে ঘিরে।

Advertisement

অভিযোগ, রাত এগারোটা নাগাদ অভিযুক্ত জোর করে ঢুকে পড়ে নির্যাতিতার বাড়িতে। ৩০ বছরের মহিলার সঙ্গে ছিল তাঁর ৩ বছরের শিশুকন্যাটিও। শিশুটির সামনেই মহিলার হাত-পা ওড়না দিয়ে বেঁধে তাঁকে ধর্ষণ করে ওই ব্যক্তি। বাধা দিতে গেলে নির্যাতিতাকে মারধরও করে অভিযুক্ত। এর পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় সে।

পুলিশ গত কয়েকদিন ধরেই খুঁজছিল তাকে। অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে অভিযুক্তকে। তার বয়স ৩৮ বছর। গত রবিবার তার বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এর পিছনে আরও কেউ যুক্ত কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই এক কিশোরীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল থানেতেই। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছিল। এবার নতুন চাঞ্চল্য তৈরি হল থানের ভয়ান্দরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতিবেশী মহিলার ঘরে ঢুকে হাত-পা বেঁধে তাঁর শিশুকন্যার সামনেই তাঁকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে।
  • ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।
  • মহারাষ্ট্রের থানেতে চাঞ্চল্য এই ঘটনাকে ঘিরে।
Advertisement