shono
Advertisement

Breaking News

প্রকাশ্যে যুবককে বারবার ছুরিকাঘাত, উদাসীন জনতা

লিশ সূত্রে জানা গিয়েছে, কুরনুল জেলার বাসিন্দা মৃত রাঘবেন্দ্রর বিরুদ্ধেও জোড়া খুনের অভিযোগ ছিল৷ The post প্রকাশ্যে যুবককে বারবার ছুরিকাঘাত, উদাসীন জনতা appeared first on Sangbad Pratidin.
Posted: 10:15 PM Jan 02, 2017Updated: 04:45 PM Jan 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শনিবার অর্থাৎ বছরের শেষদিন হায়দরাবাদে পড়ল রাজধানীর ছায়া৷ দিনের আলোয় প্রকাশ্যে এক মহিলাকে কুপিয়ে খুন করেছিল ভালবাসায় প্রত্যাখ্যাত প্রেমিক৷ সিসিটিভি-তে ধরা পড়েছিল গোটা ঘটনা৷ এবার একই ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায়৷

Advertisement

বর্ষবরণের দিন প্রকাশ্য রাস্তায় খুন করা হল ২৮ বছরের ব্যক্তি রাঘবেন্দ্রকে৷ একাধিকবার ছুরির আঘাত করা হয় তাঁর শরীরে৷ আর তাতেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি৷ যদিও যে ব্যক্তি এমন নৃশংস ঘটনা ঘটায়, তাকে এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি৷ ঠিক কোন উদ্দেশ্যে সে এমনটা করল, তাও স্পষ্ট নয়৷ সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা ধরা পড়েছে৷ আর সেখানেই দেখা যাচ্ছে, প্রায় একশো পথচারীর সামনে ছুরিকাঘাত করা হচ্ছে রাঘবেন্দ্রকে৷ কিন্তু তাঁকে বাঁচাতে এবং ওই ব্যক্তিকে আটকাতে কেউই এগিয়ে গেলেন না৷ নির্বাক দর্শকের মতো কেবল গোটা ঘটনার সাক্ষী হয়ে রইলেন সাধারণ মানুষ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুরনুল জেলার বাসিন্দা মৃত রাঘবেন্দ্রর বিরুদ্ধেও জোড়া খুনের অভিযোগ ছিল৷ সেই অভিযোগের সঙ্গে এই খুনের যোগ থাকতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে৷

The post প্রকাশ্যে যুবককে বারবার ছুরিকাঘাত, উদাসীন জনতা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement