সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর বানানো খাবারের স্বাদ ভাল লাগেনি স্বামীর। তরকারিতে নাকি অতিরিক্ত নুন (Salt) হয়ে গিয়েছিল। রান্না খারাপ করার শাস্তি হিসেবে স্ত্রীর উপর নারকীয় অত্যাচার চালাল স্বামী। স্ত্রীর মাথা মুড়িয়ে দেয় সে। এমনকী, লাঠি দিয়ে ওই মহিলাকে বেধরক মারধরও করা হয়। গুজরাটে (Gujarat) আহমেদাবাদে ঘটনাটি ঘটেছিল ৮ মে। কিন্তু স্বামীর অত্যাচারের ভয়ে মুখে কুলুপ এঁটেছিলেন স্ত্রী। অবশেষে ভয় কাটিয়ে বুধবার পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি।
আহমেদাবাদের ইনসানিয়ৎ নগরের বাসিন্দা ইমরান শেখ। পেশায় রাজমিস্ত্রী। তাঁর স্ত্রী রিজভানা। ইমরানের স্ত্রীয়ের অভিযোগ, দুপুর ২টো নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে খেতে বসেছিল তার স্বামী। তরকারির স্বাদ ভাল না লাগায় স্ত্রীকে অকথ্য গালিগালাজ করতে শুরু করে। প্রতিবাদ করেন রিজভানা।
[আরও পড়ুন: ত্রিপুরার রাজনীতিতে শোরগোল, হঠাৎ ইস্তফা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের]
এমনকী, অন্য তরকারি রেঁধে দেওয়ার কথাও জানান তিনি। কিন্তু সে কথা কান দেয়নি ইমরান। গালিগালাজ চালিয়ে যেতে থাকে। এমনকী, লাঠি দিয়ে মারধরও শুরু করে। সেই সময় পুলিশকে ফোন করার হুমকি দেন রিজভানা। এতেই হিতে বিপরীত হয়।
অভিযোগ, স্ত্রীকে মারধর করতে করতে তাঁর মাথার চুল কেটে দেয় ইমরান। বারবার অনুরোধ করেও কোনও লাভ হয়নি। উলটে মারধর বেড়ে যায়। রিজভানার চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। কোনওরকম ইমরানের হাত থেকে রিজভানাকে রক্ষা করেন তাঁরা।
[আরও পড়ুন: হাজিরা নিয়ে প্রশ্ন তোলায় ‘শাস্তি’! ছাত্রীর পা ছুঁতে বাধ্য হলেন কলেজের অধ্যক্ষা, কাঠগড়ায় ABVP]
পাশাপাশি রিজভানাকে পুলিশের কাছে যাওয়ারও পরামর্শ দেন। কিন্ত স্বামীর ভয়ে সে থানায় যেতে পারেনি। অবশেষে সাহস নিয়ে ১১ তারিখ পুলিশের দ্বারস্থ হন রিজভানা। ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতেও পাঠানো হয়েছে তাকে।