shono
Advertisement

Breaking News

একেই বলে জাবরা ফ্যান, খালি পায়ে ৭০০ কিমি পথ হেঁটে সোনু সুদের সঙ্গে দেখা করলেন যুবক

তবে ভক্তের কাণ্ডে খুশি নন সোনু! কিন্তু কেন?
Posted: 07:57 PM Jun 11, 2021Updated: 08:32 PM Jun 11, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭০০ কিলোমিটারেরও বেশি পথ পায়ে হেঁটে ‘মসিহা’ সোনু সুদের (Sonu Sood) সঙ্গে দেখা করলেন হায়দরাবাদের যুবক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাঁর এই সফরের কাহিনি সকলের সামনে তুলে ধরেছেন সোনু। অভিনেতা জানিয়েছেন, যুবকের নাম ভেঙ্কটেশ। খালি পায়ে হায়দরাবাদ থেকে মুম্বইয়ে এসেছেন শুধুমাত্র তাঁর সঙ্গে দেখা করতে। সোনু তাঁর জন্য একটি গাড়ির ব্যবস্থা করার সবরকম চেষ্টা করেছিলেন। কিন্তু যুবক রাজি হননি। তিনি খালি পায়ে হেঁটেই সোনুর দর্শন করতে চেয়েছিলেন। আর এভাবেই তাঁকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন।

Advertisement

[আরও পড়ুন: শ্রাবন্তী-তনুশ্রীর সঙ্গে খোশমেজাজে অন্তঃসত্ত্বা নুসরত, দেখেছেন অভিনেত্রীর বেবি বাম্পের ছবি?]

ভেঙ্কটেশের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করলেও খুশি নন সোনু সুদ। সোনু একেবারেই চান না কেউ তাঁর জন্য এতটা কষ্ট সহ্য করুক।  সেকথাও জানিয়েছেন ছবির ক্যাপশনে। করোনা (Corona Virus) কালে তারকার খোলস ছেড়ে আম জনতার কাছের মানুষ হয়ে উঠেছেন। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিভিন্নভাবে মানুষের মুশকিল আসান করেছেন। সর্বহারাদের মুখে হাসি ফুটিয়েছেন। পরিযায়ীদের ঘরে ফেরানোর দায়িত্ব পালন করে পরোপকারের এই সফর শুরু করেছিলেন। তারপর নিজের সম্পত্তি পর্যন্ত বিকিয়ে দিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কারও চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছেন, কারওবা মাথা গোঁজার স্থান জুটিয়ে দিয়েছেন। পড়ুয়াদের পড়ার জন্য স্মার্ট ফোন পাঠিয়েছেন, আবার কৃষকের চাষের জমির জন্য ট্রাক্টর পর্যন্ত পাঠিয়েছেন সোনু। দেশের ১৬ থেকে ১৮টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করার কথাও ঘোষণা করেছেন অভিনেতা। এভাবেই মানুষের সেবা করে যেতে চান অভিনেতা। তাঁর এই মানসিকতাতেই মুগ্ধ বহু মানুষ। অনেকেই তাঁকে ঈশ্বরের দূত হিসেবে অভিহিত করেছেন। অভিনেতার আবক্ষ মূর্তি গড়ে পূজা অর্চনাও করা হয়েছে এর আগে।

[আরও পড়ুন: ভালবাসার রক্তাক্ত কাহিনি নিয়ে প্রকাশ্যে তাপসী পান্নু ও বিক্রান্ত মেসির ‘হাসিন দিলরুবা’র ট্রেলার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement