shono
Advertisement

Breaking News

ইস্টবেঙ্গল তাঁবুতে আসছেন ম্যান ইউ তারকারা

তিনজন করে ম্যাচ খেলবেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারদের বিরুদ্ধে৷ The post ইস্টবেঙ্গল তাঁবুতে আসছেন ম্যান ইউ তারকারা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:18 PM Nov 18, 2016Updated: 11:48 AM Nov 18, 2016

স্টাফ রিপোর্টার: ম্যাঞ্চেস্টারের প্রাক্তন তারকারা আসছেন ইস্টবেঙ্গল মাঠে৷ তবে ইস্টবেঙ্গলের প্রচার বা কাজে নয়৷ ম্যাঞ্চেস্টারের ফ্যান ফলোয়িং বাড়াতে৷ লাল-হলুদ তাঁবুতে উপস্থিত থাকার পাশাপাশি স্থানীয় ফুটবলারদের বিরুদ্ধে তিনজন করে প্রীতি ম্যাচও খেলবেন৷

Advertisement

ইপিএলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বড় ম্যাচকে কেন্দ্র করে বিভিন্ন দেশে ফ্যানদের মধ্যে নানারকম প্রচার চালায় ম্যাঞ্চেস্টার৷ আর ইপিএলের এই ক্লাবের জন্য ভারতবর্ষ ভাল মার্কেট, তা অনেকদিন আগেই বুঝে গিয়েছে ম্যাঞ্চেস্টার কর্তৃপক্ষ৷ তাই বেঙ্গালুরু, মুম্বইতে ‘ফ্যান পার্টির’ পর কলকাতাকে বাছল ম্যাঞ্চেস্টার৷

ভেন্যু ঠিক হয়েছে ইস্টবেঙ্গল তাঁবু৷ ১১ ডিসেম্বর ক্লাবের প্রাক্তন তারকা তথা ব্র্যান্ড অ্যাম্বাসাডর ডোয়াইট ইয়র্ক-সহ আরও দুই প্রাক্তন ম্যান ইউ তারকা ফরচুন এবং বোজাও উপস্থিত থাকবেন লাল-হলুদ তাঁবুতে৷ তিনজন করে ম্যাচ খেলবেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারদের বিরুদ্ধে৷ ৬ জন ফুটবলারের তালিকা ম্যাঞ্চেস্টারকে জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল৷ নাম দেওয়া হয়েছে, তরুণ দে, তুষার রক্ষিত, বাসুদেব মণ্ডল, অভিজিৎ মণ্ডল, আলভিটো ডি’কুনহাদের৷

সেদিনই টটেনহ্যামের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ মোরিনহোর দলের৷ লাল-হলুদ তাঁবুতে সেদিন ম্যাঞ্চেস্টারের সেই ম্যাচ দেখানোর ব্যবস্থাও থাকবে৷ তবে চাইলেই সব মাঞ্চেস্টার ফ্যানরা সেদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না৷ তার জন্য অবশ্যই আগে থেকে টিকিট সংগ্রহ করতে হবে৷ যদিও তাতে টাকা খরচ করতে হবে না৷ ম্যান ইউয়ের ম্যানেজিং ডিরেক্টর আর্নল্ড বলেছেন, “এদেশে আমাদের ৩৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে৷ সমর্থকদের জন্য তৃতীয়বার আই লাভ ইউনাইটেড অনুষ্ঠান করছি৷’’

The post ইস্টবেঙ্গল তাঁবুতে আসছেন ম্যান ইউ তারকারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement