সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহাই। নতুন সরকার গঠনের লক্ষ্যে রবিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বিধানসভার নেতা নির্বাচিত হবেন মানিক। সম্ভবত, রবিবারই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করবে বিজেপি।
আসলে ৬০ আসনের ত্রিপুরা বিধানসভায় (Tripura Assembly) কান ঘেঁষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। ৫৫টিতে লড়ে ৩২টি আসনে জিতেছে গেরুয়া শিবির। তাঁদের জোটসঙ্গী আইপিএফটি (IPFT) জিতেছে মাত্র ১টি আসন। অর্থাৎ বিজেপি জোটের হাতে রয়েছে মাত্র ৩৩ আসন। সামান্য ব্যবধানের এই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালানোটা এবার সেরাজ্যে রীতিমতো চ্যালেঞ্জিং হতে চলেছে। এই চ্যালেঞ্জিং কাজটি করার জন্য মানিক সাহাকেই বেছেছে বিজেপি নেতৃত্ব। এমনটাই খবর গেরুয়া শিবির সূত্রে।
[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার যুগে মিথ্যে খবরের ভিড়ে হারাচ্ছে সত্য, মন্তব্য প্রধান বিচারপতির]
বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহার পাশাপাশি মুখ্যমন্ত্রিত্বের লড়াইয়ে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকও (Pratima Bhowmik)। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গড় ধনপুর থেকে জিতে এসে চমক দিয়েছেন তিনি। প্রতিমা কেন্দ্রীয় মন্ত্রী হওয়া সত্ত্বেও তাঁকে রাজ্য বিধানসভায় প্রার্থী করে বিজেপি (BJP) । স্বাভাবিকভাবেই তাঁর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে একটা জল্পনা ছিল। তবে বিজেপি সূত্রের খবর, ডা. মানিক সাহা পুনরায় মুখ্যমন্ত্রীর কুরসি পেতে চলেছেন। কারণ, নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব আগেই ঘোষণা করেছেন, ত্রিপুরায় পুনরায় মোদি-মানিকের সরকার হচ্ছে। সেই সিদ্ধান্তে বদল হবে না। রবিবার বিধায়কদের বৈঠকে মুখ্যমন্ত্রীর নামে সিলমোহর পড়বে।
[আরও পড়ুন: মেঘালয়ে ‘খেলা’ শুরু! ৫ আসন নিয়েই সরকার গড়ার ‘ছক’ তৃণমূলের মুকুল সাংমার]
বৈঠকের যোগ দিতে ইতিমধ্যে অসমের মুখ্যমন্ত্রী তথা নেডা-র (NEDA) আহ্বায়ক ড. হিমন্তবিশ্ব শর্মা আগরতলায় পৌঁছেছেন। রবিবারের বৈঠকে তিনিও উপস্থিত থাকবেন। সকাল দশটা থেকে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সম্ভবত, বৈঠক শেষে রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি পেশ করবে বিজেপি। মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার আগেই অবশ্য শপথের দিন চূড়ান্ত হয়ে গিয়েছে। আগামী ৭ মার্চ আগরতলা বিবেকানন্দ ময়দানে শপথগ্রহণ হবে। তাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)।