সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালের ১৪ জুন। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) নিথর দেহ। ঠিক তার এক বছর আগে মুক্তি পেয়েছিল 'সোনচিড়িয়া'। অভিষেক চৌবে পরিচালিত ছবিতে সুশান্তের সঙ্গে কাজ করছিলেন মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। কাছ থেকে দেখেছিলেন তাঁকে। শুনেছিলেন যন্ত্রণার কথা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানালেন সেই অভিজ্ঞতা।
সিদ্ধার্থ কাননের মুখোমুখি হয়েছিলেন মনোজ। 'ব্লাইন্ড আর্টিকেলস'-এর কথায় সুশান্তের প্রসঙ্গ আসে। কী এই 'ব্লাইন্ড আর্টিকেলস'? কোনও ব্যক্তির পরিচয় সরাসরি না দিয়ে তাঁর সম্পর্কে মুখরোচক খবর লিখে দেওয়া। মনোজ জানান, এই ধরনের খবর সুশান্তকে খুব প্রভাবিত করত। অভিনেতা বলেন, "খুব ভালো মানুষ (সুশান্ত) ছিল। আর ভালো মানুষই বেশি আঘাত পায়। এসে জানতে চাইত, স্যর আমি কী করব? আমি বলতাম, ভাই বেশি সিরিয়াসলি নিস না। আমি জানি, কারণ আমি ভুগেছি, এখনও ভুগছি।"
[আরও পড়ুন: বোতাম খোলা শার্টে বোল্ড সৃজলা, নায়িকার আগুন রূপে হইচই নেটপাড়ায়]
এর পরই রসিকতা করে মনোজ বলেন, "আমি অন্যভাবে এগুলো অন্যভাবে সামলাই। বন্ধুদের বলি, ওকে গিয়ে বলিস যে আমি কিন্তু মারব। কারণ আমি জানি যে বন্ধু গিয়ে তা বলবেই। (হাসি) কথা পৌঁছানো দরকার তাইনা! এটা শুনে সুশান্ত খুব হাসত। বলত, স্যর এটা আপনিই করতে পারেন, আমি না।"
মনোজ জানান, 'সোনচিড়িয়া'র সেটে তিনি মাটন রান্না করতেন। সুশান্ত তা খেতে খুবই ভালোবাসতেন। প্রশংসা করে বলতেন, "স্যর একদিন আপনার বাড়িতে গিয়ে খাব কিন্তু!" বাড়িতে মাটন রান্না করতেই সুশান্তকে ডাকার আশ্বাস দিয়েছিলেন মনোজ। কিন্তু এই ঘটনার ১০ দিন পরই অভিনেতার আকস্মিক মৃত্যুর খবর পান তিনি। মনোজ জানান, ইন্ডাস্ট্রির দুজন মানুষের প্রয়াণের খবর তাঁর মন ভেঙে দিয়েছিল। একজন সুশান্ত, অন্যজন ইরফান খান। এখনও যেন তাঁদের মৃত্যুর খবর বিশ্বাস হয় না মনোজের। জানান, সুশান্ত অত্যন্ত মেধাবি ও স্পর্শকাতর একজন মানুষ ছিলেন।