সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীর মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। তাঁর দাবি, সকলের জাতি পরিচয় জানতে চান রাহুল কিন্তু নিজের জাতি পরিচয় মোটেই খোলসা করেন না। উল্লেখ্য, মিস ইন্ডিয়ার মতো প্রতিযোগিতায় সংরক্ষণ রাখা উচিত বলে ইঙ্গিত করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। তার পরেই বিতর্কিত মন্তব্য করেন বিজেপি সাংসদ।
জাতিগত জনগণনা, সংরক্ষণকে জাতীয় এজেন্ডা হিসাবে তুলে ধরতে মরিয়া রাহুল গান্ধী। প্রায় সব সভা, বৈঠক, সর্বত্র দলিত, আদিবাসীদের বঞ্চনা নিয়ে সরব হন তিনি। সরকারের শীর্ষ আমলাতন্ত্র থেকে বেসরকারি সংস্থার কর্মী, সর্বত্র দলিত, আদিবাসী সংখ্যালঘুদের অনুপস্থিতি নিয়ে নিয়মিতভাবে সরব হচ্ছেন তিনি।
[আরও পড়ুন: ধর্ষণ, খুন… আন্দোলনের আড়ালে ষড়যন্ত্র কৃষকদের! ফের বিস্ফোরক কঙ্গনা]
শনিবার যুব কংগ্রেসের সংবিধান সম্মান সম্মেলনে ভাষণ দেন তিনি। সেখানেই বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, “আমি মিস ইন্ডিয়ার তালিকাটা দেখছিলাম। ভেবেছিলাম একজন অন্তত আদিবাসী বা দলিত মহিলা থাকবেন। কিন্তু ওই তালিকায় একজনও দলিত, ওবিসি বা আদিবাসী নেই। তাও সংবাদমাধ্যমে নাচ-গান, সিনেমা, ক্রিকেট, বলিউড এসব নিয়ে কথা হয়। কৃষক-শ্রমিকদের সমস্যা নিয়ে কথা হয় না।” ইতিমধ্যেই রাহুলের এই মন্তব্যকে খোঁচা দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু দাবি করেন, বালক বুদ্ধির পরিচয় দিচ্ছেন কংগ্রেস সাংসদ।
তার পরেই বিস্ফোরক মন্তব্য করেন উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ। তিনি বলে বসেন, "রাহুল গান্ধীর মানসিক চিকিৎসার দরকার। ওঁর মনের চেক আপ করাতে হবে। সবচেয়ে বড় চিন্তার বিষয় হল, উনি সকলের জাতি পরিচয় জানতে আগ্রহী। কিন্তু নিজের জাতি পরিচয় আজ পর্যন্ত প্রকাশ করেননি।" সঙ্গে মনোজের প্রশ্ন, কেন্দ্রে কংগ্রেস সরকার থাকাকালীন কেন জাতিগত জনগণনা হয়নি?