রাজর্ষি গঙ্গোপাধ্যায়: প্রথম শ্রেণির ক্রিকেটে আর দেখা যাবে না মনোজ তিওয়ারিকে। রনজি ট্রফিতে বিহারের বিরুদ্ধে শেষ ম্যাচ তিনি খেলে ফেলেছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে মনোজকে আর দেখা না গেলেও এখনই বলা যাচ্ছে না ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন তিনি। ক্রিকেট আর খেলবেনই না মনোজ।
মনোজ তিওয়ারিকে ক্রিকেট মাঠে অবশ্যই দেখা যাবে। আসন্ন বেঙ্গল প্রিমিয়ার লিগেই খেলবেন মনোজ। মার্কি প্লেয়ার হিসেবে দেখা যাবে বঙ্গতারকাকে। ফলে এখনই বলা যাচ্ছে না যে মনোজ তিওয়ারির ক্রিকেট কেরিয়ারে পূর্ণচ্ছেদ পড়ে গিয়েছে।
[আরও পড়ুন: লক্ষ্য যখন প্লে অফ, জামশেদপুর ম্যাচ কঠিন হবে, মানছেন ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত]
আইপিএলের (IPL) জনপ্রিয়তা সারা বিশ্বজুড়ে। তরুণ প্রতিভা তুলে আনার ক্ষেত্রেও গুরুত্ব রয়েছে মেগা টুর্নামেন্টের। আইপিএলের গুরুত্বের কথা মাথায় রেখে নয়া নির্দেশিকা জারি করেছে বিসিসিআই(BCCI)।
তামিলনাড়ু, মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্যেই আইপিএলের মতো প্রিমিয়ার লিগ খেলা হয়। সেরকমই বাংলাতেও হবে বেঙ্গল প্রিমিয়ার লিগ।
এই বছরই বাংলায় প্রথমবার হবে এই টুর্নামেন্ট। জানা গিয়েছে, ৬টি দল অংশ নেবে বেঙ্গল প্রিমিয়ার লিগে। যেহেতু এবার প্রথম বছর, তাই নিলাম হবে না। ড্রাফটিংয়ের মাধ্যমে ক্রিকেটার নেবে দলগুলো। অর্থাৎ ড্রাফটিংয়ের পরেই জানা যাবে মনোজ তিওয়ারির দলের নাম।
বঙ্গতারকাও এই টুর্নামেন্ট খেলার ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন। ঘনিষ্ঠমহলে মনোজ জানিয়েছেন, যেহেতু এই টুর্নামেন্ট এবারই প্রথমবার, তাই টুর্নামেন্টকে জনপ্রিয় করার জন্য তাঁরও দায়িত্ব রয়েছে।
নিয়ম অনুযায়ী, আইপিএল শেষ হওয়ার ১৫ দিন পরে বল গড়ানোর কথা বেঙ্গল প্রিমিয়ার লিগে। সম্ভবত জুন মাসে বেঙ্গল প্রিমিয়ার লিগের বল গড়াতে চলেছে। সেই টুর্নামেন্টেই মনোজ তিওয়ারি আরও একবার ম্যাজিক দেখাবেন।