shono
Advertisement

রান্না পুজোর খাবার খেয়ে বিপত্তি! জ্বর-বমি নিয়ে আরাগবাগে অসুস্থ বহু

হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকে।
Posted: 06:58 PM Sep 06, 2023Updated: 06:59 PM Sep 06, 2023

সুমন করাতি, হুগলি: রান্নাপুজোর খাবার খেয়ে অসুস্থ অন্তত ৩০ জন গ্রামবাসী। হাসপাতালে ভরতি অন্তত ২০ জন। মঙ্গলবার রাতের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য় ছড়িয়েছে হুগলির আরামবাগ এলাকায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরমে খাবার নষ্ট হয়েছিল। সেই খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েছে গ্রামেরা বাসিন্দারা।

Advertisement

আরামবাগ মাধবপুর গ্রাম পঞ্চায়েতের পান্ডু গ্রাম এলাকায় ভাদ্র মাস জুড়েই চলে রান্নাপুজো। সেই উপলক্ষে গ্রামেরই এক বাড়িতে আমন্ত্রিত ছিলেন গ্রামের বাসিন্দারা। সেই রান্না খেয়ে বেশকিছু জন অসুস্থ হয়ে পড়ে। অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন। তাঁদের মধ্যে ২০ জনকে আরামবাগ হাসপাতালে ভরতি করা হয়। এদের গায়ে জ্বর রয়েছে। বমিও শুরু হয়েছে। এলাকার বাসিন্দারা অসুস্থদের আরামবাগ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন তারা।

[আরও পড়ুন: ‘হাফ মার্ডার, ফুল মার্ডার করা হয়’, ভিজিটিং কার্ড ছাপিয়ে খুনের সুপারি তুলছেন যুবক!]

এদিন তাঁদের দেখতে আরামবাগ মেডিকেল কলেজে প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সহ-সভাপতি কৃষ্ণচন্দ্র চন্দ্র সাঁতরা হাসপাতালে যান। ভাদ্র মাসে গরম পড়েছে মারাত্মক। আর্দ্রতার পরিমাণও বেশি। এমন পরিস্থিতিতে রান্না পুজোর পদগুলি হয়তো নষ্ট হয়ে গিয়েছিল। সেই খাবার খেয়ে পেটে সংক্রমণ হতে পারে বলে মনে করছে চিকিৎসক মহল।

[আরও পড়ুন: সামান্য বৃষ্টিতেই জল থইথই স্কুল! প্রবল ভোগান্তিতে পলাশিপাড়ার খুদেরা, কাঠগড়ায় প্রশাসন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement