shono
Advertisement

শুভেন্দু-শীলভদ্রের পথ ধরে আর কারা ছাড়লেন তৃণমূল? একনজরে দেখে নিন তালিকা

অধিকাংশ দলত্যাগী বিজেপিতে যোগদান করবেন বলেই জল্পনা।
Posted: 09:20 PM Dec 18, 2020Updated: 10:35 PM Dec 18, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। তার আগে তৃণমূলে লেগেছে দলত্যাগের হিড়িক। অমিত শাহের বঙ্গ সফরের আগে ক্রমশ বাড়ছে দলত্যাগীদের সংখ্যা। শুক্রবার সন্ধে পর্যন্ত কারা কারা দল ছাড়লেন, চলুন তা একনজরে দেখে নেওয়া যাক।

Advertisement

বিধানসভা নির্বাচনের ঠিক আগে প্রথম দলত্যাগ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ২৭ নভেম্বর মন্ত্রিত্ব ত্যাগ করেন তিনি। গত বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তবে ইস্তফাপত্র এখনও গ্রহণ করেননি বিধানসভার স্পিকার। তারপরই দলত্যাগ করেন শুভেন্দু।

ফিরহাদ হাকিমের সঙ্গে সমস্যা চলছিল। খোদ মুখ্যমন্ত্রী ফোন করে তাঁকে বোঝানোর চেষ্টা করেন। শুক্রবার বৈঠকে ডাকেন। তবে তার আগেই আসানসোল পুরনিগমের প্রশাসক পদে ইস্তফা দেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। ছাড়েন দলও। তবে শুক্রবার রাতে অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর সমস্যা মিটে গিয়েছে বলেই জানান তিনি।

বৃহস্পতিবারই পদত্যাগ করেছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এসবিএসটিসির চেয়ারম্যান পদে ছিলেন তিনি।

আসানসোল পুরসভার প্রশাসকের কাছে পদত্যাগ পত্র জমা দেন তাঁরই ঘনিষ্ঠ দুই কাউন্সিলর অমিত তুলসিয়ান ও অভিজিৎ আচার্য এবং কর্পোরেশনের লিগাল অ্যাডভাইজার রবিউল ইসলাম।

[আরও পড়ুন: বাংলায় করোনা অ্যাকটিভ কেস ১৯ হাজার, আশা জোগাচ্ছে সুস্থতার ঊর্ধ্বমুখী হার]

‘শুভেন্দু অধিকারীই অভিভাবক, তাঁর সঙ্গেই থাকব।’ এমনই বক্তব্য রেখে তৃণমূল ছাড়েন বাঁকুড়ায় তৃণমূলের সহ-সভাপতি তথা একাধিক দপ্তর সামলানো প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad Mukherjee)। তাঁর সঙ্গে বৃহস্পতিবার সন্ধেয় দল ছাড়েন আরও ৩ যুব নেতা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পথ অনুসরণ করে তৃণমূল ছাড়েন বাঁকুড়ার ১২ জন তৃণমূল নেতা। তাঁদের মধ্যে একজন বিদায়ী ভাইস চেয়ারম্যান, বাকি ১১জন কাউন্সিলর। 

পাশাপাশি, পুরুলিয়া জেলায় দলের সাধারণ সম্পাদক তথা রঘুনাথপুরের পুরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায়ও পদত্যাগ করেছেন। ডানকুনি পুরসভার বিদায়ী ভাইস-চেয়ারম্যান তথা পুর প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাশিস মুখোপাধ্যায় বৃহস্পতিবার পুরসভা এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করেন। বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত (Silbhadra Dutta) শুক্রবার সকালে নিজের ইস্তফাপত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেন।

শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবেই রাজনৈতিক মহলে পরিচিত তৃণমূলের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলামও (Kabirul Islam) দল ছাড়েন।

অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গড় বীরভূমেও তৃণমূলে ফাটল। পদত্যাগ করেন সিউড়ি ১ নম্বর ব্লকের কার্যকরী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ করম হোসেন খান (Karam Hosain Khan)। মেদিনীপুর পুরসভার দু’বারের চেয়ারম্যান প্রণব বসুও ঘাসফুল শিবির ছেড়েছেন শুক্রবার। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের অন্যতম সম্পাদক কৃষ্ণেন্দু আচার্যও পদত্যাগ করেছেন।

এদিন তৃণমূল ছাড়েন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা, তথ্য-সংস্কৃতি ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টার। পাশাপাশি কাঁথি উত্তর বিধানসভার বিধায়ক বনশ্রী মাইতিও (Banashree Maity) তৃণমূল ছাড়েন।

একের পর এক দলত্যাগে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ঘাসফুল (TMC) শিবির। শোনা যাচ্ছে, দলত্যাগীদের মধ্যে অধিকাংশই যোগ দিতে চলেছেন গেরুয়া (BJP) শিবিরে। তাই শনিবারের অমিত শাহের (Amit Shah) সভার দিকে নজর রয়েছে সকলের।

[আরও পড়ুন: বঙ্গ সফরের প্রথমদিনে কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ, কী কী থাকছে মেনুতে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার