shono
Advertisement
Barasat

চড়া সুদে ৪ হাজার টাকা ধার জামাইয়ের! ফেরত না পেয়ে শাশুড়ির বাড়িতে 'লুট' সুদখোরের

বারাসতে শোরগোল।
Published By: Paramita PaulPosted: 11:48 PM Mar 31, 2025Updated: 08:40 AM Apr 01, 2025

অর্ণব দাস, বারাসত: চড়া সুদে চার হাজার টাকা ধার নিয়েছিল জামাই। সেই টাকা শোধ করতে না পারায় শাশুড়ির বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেল সুদখোররা। রবিবার রাতে বারাসত থানার অন্তর্গত নবপল্লি চক্রবর্তী পাড়ার এই ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা শাশুড়ি শিখা মণ্ডল।

Advertisement

উল্লেখ্য, চড়া সুদের আড়ালে কিডনি বিক্রির চক্রের অভিযোগের তদন্তে তোলপাড় চলছে জেলাজুড়ে। এমন আবহেও সুদখোরদের দাপাদাপির এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত শিখাদেবীর জামাই দত্তপুকুর থানার নীলগঞ্জের এক বাসিন্দার থেকে চড়া সুদে চার হাজার টাকা ধার নিয়েছিলেন। কিন্তু শোধ করতে না পারায় শাশুড়ির বাড়িতে রবিবার সন্ধ্যার পর চড়াও হয় সেই সুদখোরা। তখন বাড়িতে ছিলেন না শিখাদেবী। তিনি রাতে বাড়ি ফিরে এসে দেখেন দরজায় তালা ভাঙা। ঘরের মধ্যে ঢুকে দেখেন টিভি, ফ্রিজ,গ্যাস সিলিন্ডার উধাও। এরপরই সিসি ক্যামেরায় খতিয়ে দেখলে দেখা যায় নীলগঞ্জের বাসিন্দা সুদখোর সঙ্গে আরও দুজন টোটোয় এসে এই কাণ্ড ঘটিয়েছে। বৃদ্ধা শিখা মণ্ডল জানিয়েছেন, "মেয়ে জামাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিন সম্পর্ক নেই। তাঁরা আমার সঙ্গে থাকেও না। তারপরেও আমার বাড়িতে ভাঙচুর লুঠপাট কেন চালানো হবে?" সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে বলেই জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চড়া সুদে চার হাজার টাকা ধার নিয়েছিল জামাই।
  • সেই টাকা শোধ করতে না পারায় শাশুড়ির বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেল সুদখোররা।
  • রবিবার রাতে বারাসত থানার অন্তর্গত নবপল্লি চক্রবর্তী পাড়ার এই ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে।
Advertisement