shono
Advertisement

তৃণমূলের শহিদ দিবসে গরহাজির একঝাঁক তারকা, কারণ কী?

কারা কারা এলেন না? The post তৃণমূলের শহিদ দিবসে গরহাজির একঝাঁক তারকা, কারণ কী? appeared first on Sangbad Pratidin.
Posted: 08:14 PM Jul 21, 2019Updated: 08:14 PM Jul 21, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক সমাবেশ৷ তবে এরাজ্যের ক্ষমতায় তৃণমূল আসার পর থেকে একুশে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে দেখা গিয়েছে তারকা সমাগম৷ টলিউডের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী থেকে সাংস্কৃতিক জগতের বহু ব্যক্তিত্ব, সকলকেই দেখা যায় মঞ্চে উপবিষ্ট অবস্থায়৷ তবে এবছরের একুশে জুলাইয়ে সেই চেনা দৃশ্যে ছন্দপতন৷ তৃণমূলের শহিদ সমাবেশে অনুপস্থিত অনেকেই৷

Advertisement

[আরও পড়ুন: একুশের সভার দিনই বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র]

প্রথমেই নজর কাড়ল বেশ কয়েকজন টলিউড তারকার অনুপস্থিতি৷ তৃণমূল ঘনিষ্ঠ প্রযোজক শ্রীকান্ত মোহতা আপাতত জেলবন্দি৷ তাই তিনি নেই৷ এছাড়া তাঁরই হাত ধরে যাঁরা আসতেন, সেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, কৌশানি, বনি, এঁরাও নেই৷ মহাসমারোহে তৃণমূলের সদস্য হওয়ার পরও শহিদ দিবসের মঞ্চে ছিলেন না ইন্দ্রাণী হালদার৷ এছাড়া পরিচালক হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা দে’কে রবিবার ধর্মতলার শহিদ সমাবেশে দেখা যায়নি৷

মনে করা হচ্ছে, শ্রীকান্ত মোহতা ঘিরে টলিউডের যে বলয়টি ছিল, সেই গোটা টিমটাই এবছর গরহাজির রইলেন তৃণমূলের শহিদ দিবসে৷ তবে মিমি চক্রবর্তী, নুসরত জাহান, দেব দলের সাংসদ হিসেবেই সমাবেশে অংশ নিয়েছেন৷ তবে বিধায়ক হওয়া সত্ত্বেও দেখা গেল না বিধায়ক দেবশ্রী রায়, চিরঞ্জিত চট্টোপাধ্যায়কে৷ পরাজিত সাংসদ মুনমুন সেনও এবারের একুশে জুলাইয়ে দলের পাশে ছিলেন না৷ শহিদ সমাবেশের মঞ্চে এদিন দেখা গেল না গায়ক এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ কবীর সুমনকে৷ যিনি গতবছর পর্যন্তও মঞ্চে উঠে গান গেয়ে, সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেছিলেন৷ এবার অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর৷

[আরও পড়ুন: ‘২১ জুলাই বিশ্ব ডিম্ভাত দিবস’, তৃণমূলের শহিদ দিবসকে কটাক্ষ দিলীপের]

লোকসভা ভোটে রাজ্যে বিজেপির ভাল ফলাফলের প্রভাব পড়েছে বিনোদন জগতেও৷ শাসকদল প্রভাবিত শিল্পী, কলাকুশলীদের সংগঠনকে প্রতিযোগিতায় ফেলতে বিজেপিও একদল অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে এরকমই একটি সমান্তরাল সংগঠন তৈরি করেছে৷ এছাড়া ছোট ও বড়পর্দার একঝাঁক তারকা দিল্লিতে গিয়ে নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে৷ ফলে টলিপাড়ায় এমনিতেই তৃণমূলের শক্তি কিছুটা কমেছে৷ এদিনের মঞ্চে তারকাদের অনুপস্থিতি সেই ছবিটাই যেন প্রকট করে তুলল৷

ছবি: অমিত ঘোষ

The post তৃণমূলের শহিদ দিবসে গরহাজির একঝাঁক তারকা, কারণ কী? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement