shono
Advertisement

Breaking News

ভোটের আগের দিন ফের উত্তপ্ত ছত্তিশগড়, বিস্ফোরণে জখম বিএসএফ আধিকারিক

এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১ মাওবাদীরও৷ The post ভোটের আগের দিন ফের উত্তপ্ত ছত্তিশগড়, বিস্ফোরণে জখম বিএসএফ আধিকারিক appeared first on Sangbad Pratidin.
Posted: 11:14 AM Nov 11, 2018Updated: 11:36 AM Nov 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনের আগের দিনই উত্তপ্ত ছত্তিশগড়৷ দফায় দফায় বীজাপুর, রাইপুর-সহ একাধিক এলাকায় মাওবাদী ও পুলিশের গুলির লড়াই চলে৷ কাঙ্কেরে আইইডি বিস্ফোরণে জখম হয়েছেন এক বিএসএফ আধিকারিক৷ খতম হয়েছে এক মাওবাদী৷ উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র৷

Advertisement

রাত পোহালেই সোমবার ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচন৷ ভোটের আগে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নির্বাচনী এলাকাগুলিকে৷ ওই এলাকায় হানা দেয় পুলিশ৷

[চাপ কমাতে সদর দপ্তরেই ‘আর্ট অফ লিভিং’-এর পাঠ সিবিআই আধিকারিকদের]

সেই সময় কাঙ্কেরে পরপর সাতটি আইইডি বিস্ফোরণ ঘটে৷ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা৷ ধোঁয়ায় ঢেকে যায় কাঙ্কের৷ এই ঘটনায় এখনও পর্যন্ত এক বিএসএফ আধিকারিক গুরুতর জখম হয়েছেন৷ স্থানীয় হাসপাতালেই আপাতত চিকিৎসা চলছে তাঁর৷ ওই বিএসএফ আধিকারিকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ আইইডি বিস্ফোরণের নেপথ্যে মাওবাদীদের নামই উঠে আসছে৷

[পরকীয়ার নির্মম পরিণতি, প্রেমিকের যৌনাঙ্গ কাটল মহিলা]

অপরদিকে, রবিবার সকাল থেকেই বীজাপুরে পুলিশ এবং মাওবাদীদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই৷ গভীররাতে ওই এলাকায় হানা দেয় পুলিশ৷ সেই সময় পুলিশের উপর আক্রমণ করে মাওবাদীরা৷ পালটা গুলির চালাতে শুরু করে পুলিশও৷ রবিবার সকালে ওই এলাকা থেকে এক মাওবাদীর দেহ উদ্ধার করা হয়৷ পুলিশের দাবি, এনকাউন্টারেই খতম করা হয়েছে তাকে৷ ওই এলাকা থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷

[অযোধ্যায় মসজিদের দাবিতে সুর চড়ালেন কংগ্রেসের এই মন্ত্রী]

ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মাওবাদীরা নির্বাচন বয়কটের ডাক দিয়েছিল৷ গত এক মাসে দফায় দফায় মাও হামলার ঘটনা বাড়াচ্ছে চিন্তা৷ তার উপর ভোটের আগের দিনেই এই হামলার ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন৷ এই পরিস্থিতিতে সোমবার প্রথম দফার ভোট নির্বিঘ্নে ও শান্তিতে করাটাই নির্বাচন কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ৷ যে ১৮টি কেন্দ্রে ভোট হবে সেগুলির বেশিরভাগই পড়েছে মাও অধ্যুষিত এলাকায়৷ ভোটের দিন মাও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ এই পরিস্থিতিতে বাড়তি সতর্কতা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন৷ মাওবাদীরা ভোট বানচাল করতে না পারে তার জন্য অতিরিক্ত সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ ছত্তিশগড়ে মোতায়েন করা হয়েছে ৬৫০ কোম্পানি সেনা, সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি৷ এছাড়া রাজ্য পুলিশের তরফে ৬৫ হাজার পুলিশ কর্মীকে ভোটে নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে৷ রয়েছে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স৷ ভোটের দিন অতিরিক্ত স্পর্শকাতর এলাকার বুথগুলিতে আকাশপথে নজরদারি চালানো হবে৷ রাজ্য পুলিশের ডিজি জানিয়েছেন, ৬৫০টি বুথে আকাশপথে নজরদারি চলবে৷ বায়ুসেনা ও বিএসএফের ১০টি চপার নামানো হবে৷

The post ভোটের আগের দিন ফের উত্তপ্ত ছত্তিশগড়, বিস্ফোরণে জখম বিএসএফ আধিকারিক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement