shono
Advertisement

সংরক্ষণের দাবিতে আন্দোলন মারাঠাদের, অচল মুম্বই

পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্র বাণিজ্যনগরী৷ The post সংরক্ষণের দাবিতে আন্দোলন মারাঠাদের, অচল মুম্বই appeared first on Sangbad Pratidin.
Posted: 11:23 AM Jul 25, 2018Updated: 12:34 PM Jul 26, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংরক্ষণের দাবিতে উত্তাল মুম্বই৷ চলছে বনধ৷ বন্ধ স্কুল-কলেজ৷ পুলিশ-জনতার খণ্ডযুদ্ধে কার্যত রণক্ষেত্র দেশের বাণিজ্যনগরী৷ স্তব্ধ মুম্বইয়ের লাইফ লাইন৷ মুম্বইয়ে রেল অবরোধ করে চলছে বিক্ষোভ৷ দূরপাল্লার ট্রেনও খমকে রয়েছে৷ রেল অবরোধের পাশাপাশি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনকারীরা৷ ওয়াদগলে সরকারি বাস ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে৷ উত্তেজিত জনতার পাথর ছোড়া রুখতে পুলিশের লাগাতার কাঁদানে গ্যাস সেল ছোঁড়াকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়েছে মারাঠাভূমে৷

Advertisement

[তারাপীঠ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পূণ্যার্থীদের বাস, জখম ২০]

মারাঠা সম্প্রদায়ের জন্য ১৬শতাংশ সংরক্ষণের দাবিতে মঙ্গলবারে কাকাসাহের শিন্দে নামের যুবকের আত্মহত্যার ঘটনার প্রতিবাদে আজ গোটা মুম্বইজুড়ে বনধের ডাক দিয়েছে মুম্বই ক্রান্তি মোর্চা৷ ঔরঙ্গাবাদের গঙ্গাপুর এলাকায় এই ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বিরুদ্ধে স্লোগান উঠতে শুরু করে৷ রাজ্য প্রশাসেনর বিরদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মারাঠা সম্প্রয়াদের লোকেরা৷ শিবসেনা সাংসদ চন্দ্রকান্ত খাইরে ও কংগ্রেস নেতা সুভাষ জাম্বাসের উপরও চড়াও হয় উত্তেজিত জনতা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ৷

[খাতায় কলমে ‘বিবাহিত’, কন্যাশ্রীর টাকা না পেয়ে বিপাকে কলেজ ছাত্রী]

সরকারি চাকরি ও শিক্ষায় সংরক্ষণের দাবিতে আন্দোলনে নেমেছেন মারাঠিরা৷ মূলত ঔরঙ্গাবাদ ও মারাঠওয়াড়া অঞ্চলে এই বিক্ষোভ চলছে৷ বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের আঘাতে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে৷ আহত ৯ পুলিশকর্মী৷ দুই বিক্ষোভকারী আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে৷

[মোবাইলে গেমের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন গৃহশিক্ষকের]

সরকারি চাকরি ও শিক্ষায় সংরক্ষণের দাবিতে আজ মুম্বই ও থানে বাদ দিয়ে গোটা রাজ্যে বনধ চলছে৷ বন্‌ধের জেরে মারাঠওয়াড়ার আটটি জেলায় জনজীবন ছিল সম্পূর্ণ স্তব্ধ। রাজ্যের অন্যান্য অংশে বন্‌ধের মিশ্র প্রভাব পড়েছে। রাজ্যের একাধিক জেলায় সংরক্ষণের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। বহু জায়গায় এদিন বিক্ষোভকারীরা রাস্তায় গাড়ি ও রাস্তার পাশে থাকা দোকানপাট ভাঙচুর করেছে৷ সরকারি, বেসরকারি বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানোর খবরও মিলেছে। পরিস্থিতি হিংসাত্মক আকার নেওয়ায় পরিবহণ দপ্তর এদিন ঔরঙ্গাবাদ-পুণে রুটে বাস চলাচল বন্ধ রাখে। এরই মধ্যে কাকাসাহেবের আত্মহত্যার খবরে যেন আগুনে ঘি পড়ে।

The post সংরক্ষণের দাবিতে আন্দোলন মারাঠাদের, অচল মুম্বই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement