shono
Advertisement

ভারতেও ‘নির্বাসিত’হলেন শারাপোভা

টেনিস জগতের অন্যতম উজ্জ্বল তারকা এদেশেও অত্যন্ত জনপ্রিয়৷ কিন্তু এবার ভারতও তাঁর থেকে মুখ ফিরিয়ে নিল৷ The post ভারতেও ‘নির্বাসিত’ হলেন শারাপোভা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:30 PM Jul 29, 2016Updated: 03:02 PM Jul 29, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেই নিজের দোষ স্বীকার করেছিলেন৷ অস্ট্রেলিয়ান ওপেন শুরুর ঠিক আগে জানিয়েছিলেন, অজান্তেই নিষিদ্ধ মাদক সেবন করেছিলেন তিনি৷ রাতারাতি টেনিস দুনিয়া থেকে ছিটকে যেতে হয়েছিল মারিয়া শারাপোভাকে৷ সম্প্রতি ডোপ টেস্টে ফেল করায় দু’বছর নির্বাসিতও হয়েছেন পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী তারকা৷ যার ফলে আসন্ন রিও ওলিম্পিকেও অংশ নিতে পারবেন না তিনি৷ কিন্তু এবার যা হল, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি এই রুশ টেনিস সুন্দরী৷ নিজের কৃতকর্মের জন্য লজ্জায় মাথা কাটা যাওয়ার সমান সুগারপোভার৷

Advertisement

এমন কী হল এবার?

টেনিস জগতের অন্যতম উজ্জ্বল তারকা ভারতেও অত্যন্ত জনপ্রিয়৷ ছিলেনও৷ কিন্তু এবার ভারতও তাঁর থেকে মুখ ফিরিয়ে নিল৷ গোয়ার রাজ্য সরকারি স্কুলগুলিতে নবম শ্রেণির ইংরাজি পাঠ্যক্রমে শারাপোভাকে নিয়ে একটি অধ্যায় পড়ানো হত৷ সেই অধ্যায়টি এবার পাঠ্যক্রম থেকে বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার স্কুলশিক্ষা দফতর৷ মাশার পরিশ্রম ও সাফল্যের ইতিহাস বর্ণিত ছিল ‘রিচ ফর দ্য টপ’ অধ্যায়টিতে৷ বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা ডোপ টেস্টে ফেল করার পর শিক্ষক ও অভিভাবকরা দাবি করেন, গোয়া বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রম থেকে ওই অধ্যায়টিকে বই থেকে বাদ দিয়ে দেওয়া উচিত৷ অভিভাবকদের দাবিতে সাড়া দিয়েছে বোর্ডও৷ জানানো হয়েছে, তারা বিষয়টি বিবেচনা করে দেখছেন৷ আগামী বছর থেকে অধ্যায়টি আর পাঠ্যবইয়ে থাকবে না৷

The post ভারতেও ‘নির্বাসিত’ হলেন শারাপোভা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement