সোহম দে: ক্যালেন্ডারে তারিখটা মার্ক করে রাখুন রোনাল্ডো (Cristiano Ronaldo) ভক্তরা । ফুটবল মাঠে মহাতারকা আবার হয়তো ফিরছেন ১৩ জুন। বুন্দেশলিগার মডেল অনুকরণ করে প্রত্যাবর্তন ছক কষছে ইটালিয়ান ফুটবল ফেডারেশন। ইটালির ঘরোয়া লিগ সিরি এ (Serie A) আপাতত প্রত্যাবর্তনের তারিখ হিসাবে টার্গেট করছে ২০ জুন। আবার ১৩ জুন কোপা ইটালিয়ার সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচগুলো হবে। যেখানে মুখোমুখি হবে রোনাল্ডোর জুভেন্তাস (Juventus) ও এসি মিলান (AC Milan)। অন্য ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী নাপোলি ও ইন্টার মিলান। ফলে সিরি এ ফেরার এক সপ্তাহ আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে জুভেন্তাস জার্সিতে ফের মাঠে নামতে দেখা যাবে। এদিকে স্প্যানিশ লা লিগার (La Liga) প্রধান জানিয়েছেন, ঘরোয়া লিগ সেপ্টেম্বরের ১২ তারিখ মাঠে ফিরবে।
বৃহস্পতিবার ইটালির ফুটবল ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর ইটালির ক্রীড়ামন্ত্রী ভিনচেঞ্জো স্পোদাফোরো জানিয়ে দেন আগামী ২০ জুন ফিরবে সিরি এ। আবার কোপা ইটালিয়ার সেমিফাইনালের ফিরতে পর্ব হবে ১৩ জুন। ফাইনাল ১৭ জুন। তবে এখনও ইটালির সরকারের সবুজ সংকেত আসা বাকি আছে। স্পোদাফোরো বলেছেন, ‘‘বৈঠকে প্রায় সবাই একমত যে লিগ ফের শুরু করতে কোনও অসুবিধা নেই। ইটালি আসতে আসতে বিপর্যয় কাটিয়ে উঠছে। এখনই সঠিক সময় ফের ফুটবলকে ফিরিয়ে আনার।’’
[আরও পড়ুন: করোনাতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে ফুটবল, এবার ঘোষিত এফএ কাপ ফাইনালের দিনক্ষণ]
তবে সিরি এ ফের শুরু করার পরিকল্পনা নিয়ে এগোলেও ইটালির ক্রীড়ামন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রতি সপ্তাহে ফুটবলারদের করোনা পরীক্ষা করানো হবে। সঙ্গে আবার দর্শকশূন্য মাঠেই খেলতে হবে ফুটবলারদের। বুন্দেশলিগার মতো দূরত্ব বিধি মেনেই খেলতে হবে সেরি আ-তেও। ফলে কোনও নির্দিষ্ট পজিশনে জটলা করা যাবে না। আবার ম্যাচের আগে রেফারিদেরও করোনা পরীক্ষা হবে। ম্যাচ বলটাও স্যানিটাইজ করা হবে। গোল করার পর কোনও ফুটবলার সতীর্থকে জড়িয়ে ধরতে পারবেন না। আবার মাঠে থুতু ফেললেই হলুদ কার্ড। শোনা যাচ্ছে লিগ দ্রুত শেষ করতে তিনদিন অন্তর খেলতে হবে প্রতিটা দলকে।
তবে প্রত্যাবর্তন করতে হলে এখনও কয়েকটা হার্ডল টপকানো বাকি আছে। প্রথম যেমন যদি কোনও একজন ফুটবলার করোনায় আক্রান্ত হন তা হলে তাঁর গোটা টিমকেই কোয়ারেন্টাইনে যেতে হবে। সে ক্ষেত্রে সেই দল মাঠে নামবে কী করে? দ্বিতীয় হল ইটালির সরকার বলে দিয়েছিল ১৪ জুন অবধি দেশে কোনও খেলার আসর বসবে না। সে ক্ষেত্রে কোপা ইটালিয়ার সেমিফাইনালের ফিরতি পর্ব ১৩ জুন হওয়ার অনুমতি শেষমেশ দেবে কি সরকার? তবে ইটালিয়ান ফুটবল ফেডারেশনের আশা দেশ করোনা আতঙ্ক কাটিয়ে ওঠায় এ বার সরকারও হয়তো ফুটবলকে ফেরার অনুমতি দেবে। কারণ ইতালি আর ফুটবল বছরের পর বছর একে অপরের সমার্থক হয়ে উঠেছে। ইটালিতে ফুটবল ফেরা মানে জীবনও যেন ফেরা।
[আরও পড়ুন: ইংলিশ প্রিমিয়ার লিগের তিন ক্লাবের ৪ জন করোনা আক্রান্ত, জুনের শেষেই মাঠে গড়াবে বল]
The post সব ঠিক থাকলে ১৩ জুন সম্ভবত জুভেন্তাসের জার্সি গায়ে মাঠে নামবেন রোনাল্ডো appeared first on Sangbad Pratidin.