shono
Advertisement

নজিরবিহীন গণবিবাহ, সাত পাকে বাঁধা পড়লেন ১০৪ জন প্রতিবন্ধী যুগল

বিশ্বে এমন উদ্যোগ এই প্রথম... The post নজিরবিহীন গণবিবাহ, সাত পাকে বাঁধা পড়লেন ১০৪ জন প্রতিবন্ধী যুগল appeared first on Sangbad Pratidin.
Posted: 11:17 AM Mar 09, 2017Updated: 05:52 AM Mar 09, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক এমন গণবিবাহ শুধু এ দেশেই নয়, বিশ্বেও নজিরবিহীন। সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ১০৪ জন যুগলের গণবিবাহ দেওয়া হল। এবং তাঁরা প্রত্যেকেই শারীরিকভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন। গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এই উদ্যোগ।

Advertisement

কাজ করুন দিক মেনে, তাতেই আসবে সাফল্য

গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের জনসংযোগ আধিকারিক জানান, বিশ্বে এই প্রথমবার এক ছাদের নিচে এমন ১০৪ জনের গাঁটছড়া বাধা হল যাঁরা প্রত্যেকই শারীরিকভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন। এটা রেকর্ড। এই নবদম্পতিদের মধ্যে সব ধর্মেরই যুবক-যুবতীরা ছিলেন। উদ্যোক্তারা জানিয়েছেন, ৭৭টি হিন্দু যুগল, ২৬টি মুসলমান যুগল এবং ১টি শিখ যুগল ছিলেন এই বিবাহ-বাসরে।

ত্বকে সাদা দাগ! সারবে এই ঘরোয়া টোটকাতে

গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তরফে জেলা প্রশাসনকে একটি শংসাপত্রও তুলে দেওয়া হয়েছে।

The post নজিরবিহীন গণবিবাহ, সাত পাকে বাঁধা পড়লেন ১০৪ জন প্রতিবন্ধী যুগল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement