shono
Advertisement

সাতসকালে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই এসি, আপাতত বন্ধ রিজার্ভেশন

আতঙ্কে যাত্রীরা।
Posted: 09:15 AM Aug 09, 2023Updated: 09:33 AM Aug 09, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে মেট্রোয় আগুন। ধোঁয়ায় ঢেকে গেল রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও যাত্রী পরিষেবা স্বাভাবিক রয়েছে। যাত্রীরা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলেই খবর।

Advertisement

অন্যান্য দিনের মতোই বুধবার সকালে নির্দিষ্ট সময়ে শুরু হয় মেট্রো পরিষেবা। সকাল সাড়ে সাতটা নাগাদ মেট্রো স্টেশন আচমকা ধোঁয়ায় ঢেকে যায়। স্বাভাবিকভাবেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে মেট্রো স্টেশনে। খবর দেওয়া হয় দমকলে। এরপর জানা যায়, আগুন লেগেছে মেট্রোর রিজার্ভেশন অফিসে। এই অফিসের নিচেই মেট্রোর ৩ নম্বর গেট। তড়িঘড়ি শুরু হয় আগুন নেভানোর কাজ। তবে আগুনের তীব্রতা ব্যাপক হওয়ায় বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনে পুড়ে দলা পাকিয়ে গিয়েছে এসি। মেট্রো সূত্রে খবর, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে।  

[আরও পড়ুন: গ্রাহকের অজান্তেই ব্যাংক লোন! একরাতে সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিল জালিয়াত]

তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের জেরে রিজার্ভেশন অফিস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আপাতত রিজার্ভেশন বন্ধ থাকবে। তবে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক। মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের আতঙ্কের কোনও কারণ নেই। দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসবে আশাবাদী কর্তৃপক্ষ। 

[আরও পড়ুন: বোর্ড গঠন প্রক্রিয়ার মধ্যেই সুখবর, ১৬০০ কোটি বরাদ্দ আসতে পারে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement