অরিজিৎ গুপ্ত, হাওড়া: ভরদুপুরে হাওড়ার ফ্ল্যাটে আগুন। আচমকা কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ২ টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে পুড়ে ছাই ফ্ল্যাটে থাকা সামগ্রী।
হাওড়ার বি গার্ডেনের নস্করপাড়ায় রয়েছে ওই বহুতলটি। তার একটি ফ্লোরে এক বেসরকারি হাসপাতালের মেস রয়েছে। এদিন দুপুরের দিকে আচমকাই ওই আবাসনের একটি ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২ টি ইঞ্জিন। প্রথমেই আবাসনের বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে দেওয়া হয়। শুরু হয় আগুন নেভানোর কাজ। তাদের সহযোগিতা করেন প্রতিবেশীরাও। ঘণ্টাখানেকের মধ্যে আয়ত্তে আসে পরিস্থিতি।
জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডে ফ্ল্য়াটের সমস্ত সামগ্রী কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুড়েছে প্রচুর প্রয়োজনীয় নথি। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধূপকাঠি থেকেই এই অগ্নিকাণ্ড। তবে আগুন সম্পূর্ণ না নেভা পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব নয় বলেই জানিয়েছেন দমকলের আধিকারিকরা। কান্নায় ভেঙে পড়েছেন ওই ফ্ল্যাটের বাসিন্দারা।