shono
Advertisement
Howrah

গভীর রাতে আমতার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন, সকালেও জ্বলছে লেলিহান শিখা!

শেষ পাওয়া খবর অনুযায়ী, বুধবার সকালে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি।
Published By: Tiyasha SarkarPosted: 08:32 AM Feb 19, 2025Updated: 09:13 AM Feb 19, 2025

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: আমতার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। মঙ্গলবার গভীর রাতে দাউদাউ করে জ্বলে ওঠে কারখানার একটা অংশ। প্লাস্টিক মজুত থাকায় দ্রুত গতিতে ছড়াতে থাকে লেলিহান শিখা। অগ্নিকাণ্ডের জেরে আমতা থেকে বাগনান এবং উদয়নারায়ণপুরের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে গোটারাত চলে আগুন আয়ত্তে আনার কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, বুধবার সকালে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আগুন এখনও পুরোপুরি নেভেনি।

Advertisement

জানা গিয়েছে, হাওড়ার আমতার নতুন রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে রয়েছে এই প্লাস্টিক কারখানাটি। মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন ১২ টা। সেই সময় বেশ কয়েকজন শ্রমিক কারখানার ভিতরেই ছিলেন। প্রথম তাঁরাই দেখতে পান আগুন। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। কারখানার সামনের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন আয়ত্তে আনার কাজ। গোটা রাতেও আগুন আয়ত্তে আনতে পারেনি দমকল আধিকারীরা। সূত্রের খবর, বুধবার সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পুরোপুরি আগুন নেভেনি। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে অগ্নিকাণ্ডের সঠিক কারণ বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন আধিকারিকরা। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমতার প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। মঙ্গলবার গভীর রাতে দাউদাউ করে জ্বলে ওঠে কারখানার একটা অংশ।
  • তবে প্লাস্টিক মজুত থাকায় দ্রুত গতিতে ছড়াতে থাকে লেলিহান শিখা।
  • অগ্নিকাণ্ডের জেরে আমতা থেকে বাগনান এবং উদয়নারায়ণপুরের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে গোটারাত চলে আগুন আয়ত্তে আনার কাজ।
Advertisement