shono
Advertisement

Breaking News

শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৭টি দোকান

দোকানগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল না বলেই দাবি দমকল কর্মীদের৷ The post শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৭টি দোকান appeared first on Sangbad Pratidin.
Posted: 08:54 AM Apr 14, 2019Updated: 10:51 AM Apr 14, 2019

অর্ণব আইচ: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ এবার ঘটনাস্থল লেক গার্ডেন্সের লর্ডসের মোড়৷ আগুনে পুড়ে ছাই সতেরোটি দোকান৷ দমকলের দশটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ পয়লা বৈশাখের আগেই দোকানগুলি জতুগৃহের চেহারা নেওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে ব্যবসায়ীদের৷

Advertisement

[ আরও পড়ুন: তারকা প্রার্থীদের প্রচারে বেরতে হবে কনভয় ছাড়াই! নির্দেশ কমিশনের]

রবিবার ভোর চারটে নাগাদ আচমকাই লর্ডসের মোড়ের একটি সোফা তৈরির দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা৷ দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে৷ একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে উড়ে যায় একাধিক দোকানের টিনের চাল৷ খবর দেওয়া হয় দমকলে৷ তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় জতুগৃহের চেহারা নেয় ওই এলাকার দোকানগুলি৷ দমকলের দশটি ইঞ্জিনের প্রায় ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে এখনও ওই এলাকা ধোঁয়ায় ঢেকে রয়েছে৷ দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে৷ এছাড়াও দোকানগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক ছিল না বলেও দাবি দমকল কর্মীদের৷

[ আরও পড়ুন: এবার ভোটে প্রত্যন্ত এলাকায় কমিশনের মুশকিল আসান হ্যাম রেডিও অপারেটররা]

এদিকে, এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান কাউন্সিলর তপন দাশগুপ্ত৷ সরেজমিনে ঘটনাস্থল খতিয়ে দেখেন তিনি৷ কাউন্সিলর বলেন, ‘‘ভোরবেলায় খবর পেয়েছি৷ তারপরই ঘটনাস্থলে ছুটে এসেছি৷ সোফা তৈরির দোকান থেকেই মূলত আগুন ছড়িয়ে পড়েছে৷ অনেকেরই দোকানের ভিতর ব্যবসার টাকা ছিল৷ তা-ও পুড়ে গিয়েছে৷ ক্ষতিগ্রস্তদের পাশে আছি৷ কীভাবে রাজ্য সরকার তাদের সাহায্য করতে পারে সে বিষয়ে কথা বলব৷ দোকানগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যে যথাযথ ছিল না, তা আমি জানি৷ দোকানদারকে বারবার বলেছি সেকথা৷ কিন্তু ওঁরা খুবই ছোট ব্যবসায়ী তাই এত টাকা খরচ করে অগ্নিনির্বাপণের বন্দোবস্ত করতে পারেননি৷’’

[ আরও পড়ুন: প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ছবি নিয়ে রাম নবমীর মিছিল, বিতর্কে রাহুল সিনহা]

চোখের সামনে পুড়ে ছাই হয়ে গিয়েছে আয়ের উৎস৷ কীভাবে রুটিরুজির সংস্থান হবে, সেই চিন্তায় এখন গ্রাস করেছে ব্যবসায়ীদের৷ আগুন নিয়ন্ত্রণে আসার পরই ছাইয়ের মধ্যে হাতড়ে শেষ সম্বল খোঁজার চেষ্টা করছেন তাঁরা৷ পুরকর্মীরা ওই এলাকা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছেন৷

ছবি: পিন্টু প্রধান

The post শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৭টি দোকান appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement