shono
Advertisement

হাওড়ার জগন্নাথ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই রাসায়নিক গুদাম

পাশের ঝুপড়ি থেকে আগুন ছড়ায় বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের৷ The post হাওড়ার জগন্নাথ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই রাসায়নিক গুদাম appeared first on Sangbad Pratidin.
Posted: 08:42 AM Jun 08, 2019Updated: 09:35 AM Jun 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগরি মার্কেট, গড়িয়াহাটের অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও টাটকা৷ তারই মাঝে আবারও আগুন৷ এবার ঘটনাস্থল হাওড়ার জগন্নাথ ঘাট৷ শুক্রবার রাত আড়াইটে নাগাদ জগন্নাথ ঘাটের রাসায়নিক গুদামে আগুন লেগে যায়৷ দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়৷ দমকলের ২০টি ইঞ্জিনের সাহায্যে চলছে আগুন নেভানোর কাজ৷ পাঁচ ঘণ্টা কেটে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি৷  

Advertisement

[ আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ রাজনৈতিক স্লোগান হয়ে গিয়েছে, মানলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি]

শুক্রবার ঘড়ির কাঁটায় তখন রাত আড়াইটে৷ আচমকাই জগন্নাথ ঘাটের কাছে রাসায়নিক গুদামে আগুন লেগে যায়৷ গভীর রাতে আগুন নজরে আসতে বেশ কিছুটা সময় লেগে যায়৷ এদিকে, ফোম, রং-সহ নানা দাহ্য পদার্থ মজুত থাকায় ততক্ষণে দাউদাউ করে জ্বলতে থাকে গোটা রাসায়নিক কারখানা৷ প্রায় গোটা কারখানাই গ্রাস করে নেয় লেলিহান শিখা৷ খবর পেয়ে একে একে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়৷ যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ৷ ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু, দমকলের ডিজি-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা৷ কিন্তু প্রশ্ন হল কীভাবে রাসায়নিক গুদামে আগুন লাগল? প্রত্যক্ষদর্শীদের দাবি, রাসায়নিক গুদামের পাশেই রয়েছে ঝুপড়ি৷ ওই ঝুপড়িরই বেশ কয়েকজন রাতে মদ্যপান করছিল৷ সেই সময় তাঁরা সিগারেট জ্বালানোর পর দেশলাই কাঠি ফেলে দেন৷ ওই আগুন থেকে নিমেষে জতুগৃহের চেহারা নেয় জগন্নাথ ঘাটের রাসায়নিক গুদাম৷ অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে হাওড়া ব্রিজ-সহ গুদামের আশেপাশের এলাকা৷

[ আরও পড়ুন: সিঙ্গুরে হার লজ্জার! হুগলি জেলার ফলাফল পর্যালোচনা বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী]

এই অগ্নিকাণ্ডের পর সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ দমকল কর্মীদের দাবি, বাগরি কাণ্ড থেকেও শিক্ষা নেয়নি জগন্নাথ ঘাটের এই রাসায়নিক গুদাম কর্তৃপক্ষ৷ প্রচুর পরিমাণ রাসায়নিক দ্রব্য মজুত করা হলেও ওই গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থা মোটেও যথোপযুক্ত ছিল না৷ তাই আগুন মুহূর্তের মধ্যেই এমন ভয়াবহ রূপ নিয়েছে৷ অগ্নিকাণ্ডের জেরে  রাসায়নিক গুদামে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়৷ তবে ধসে পড়েছে গুদামের ছাদের একাংশ৷

প্রায় পাঁচ ঘণ্টা কেটে গেলেও এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি৷ কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসবে, সে বিষয়ে এখনও কিছুই বোঝা যাচ্ছে না বলেই দাবি দমকল কর্মীদের৷ 

দেখুন ভিডিও:

ছবি: পিন্টু প্রধান

The post হাওড়ার জগন্নাথ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই রাসায়নিক গুদাম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement