সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর সন্ধেবেলা সল্টলেকে (Salt Lake) ভয়াবহ অগ্নিকাণ্ড। ফাল্গুণী আবাসনের সামনে গ্যাস সিলিন্ডার (Cylindar Blast) বিস্ফোরণের জেরে দাউদাউ আগুন লাগে। ঘটনাস্থলে প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করলেও পরে আরও ৫ টি ইঞ্জিন যায়। একসঙ্গে ১০ টি ইঞ্জিন কাজ শুরু করে। কিন্তু আগুনের উৎসে পৌঁছনো যাচ্ছে না। ফাল্গুণী বাজার লাগোয়া বসততিতে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
জানা যাচ্ছে, রবিবার সন্ধে নাগাদ আচমকাই ফাল্গুণী আবাসনের ঠিক পিছনদিকের বসতিতে থেকে দাউদাউ অগ্নিশিখা চোখে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তাঁরা সঙ্গে সঙ্গে দমকলে খবর পাঠান। ততক্ষণে আগুন (Fire) অবশ্য অনেকটা ছড়িয়ে পড়েছে। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও আয়ত্তে আনতে পারেনি। ফলে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়।
[আরও পড়ুন: অগ্নিগর্ভ সুদানে আটক বহু ভারতীয়, উদ্ধারকাজে নৌসেনা ও বায়ুসেনাকে পাঠাল কেন্দ্র]
দমকল কর্মীরা জানান, আগুন যেখানে লেগেছে, সেখান থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। সেই কারণেই আগুনের উৎসের কাছে যাওয়া যাচ্ছে না। অত্যন্ত ঝুঁকি নিয়ে তাঁরা আগুন নেভানোর কাজ করছেন। বাইরে থেকে জল এনে তা কাজে লাগানো হচ্ছে। দমকল বাহিনীর সঙ্গে হাত লাগিয়েছে বসতির বাসিন্দারাও। ঝুপড়়িতে কেউ আটকে রয়েছেন কি না, তা বুঝে উদ্ধারের চেষ্টা চলছে।
[আরও পড়ুন: ‘কাকা’র মৃত্যুতে মাথা মুড়িয়ে শ্রাদ্ধ করলেন মুসলিম ‘ছেলে’, পূর্বস্থলীতে সম্প্রীতির অনন্য নজির]
অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক সুজিত বসু। তিনি দমকল কর্মীদের কাছ থেকে পরিস্থিতি বুঝে নেন। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন। তবে বিধ্বংসী আগুনে ঝুপড়ির বেশিরভাগ ঘরই পুড়ে গিয়েছে বলে আশঙ্কা বসতিবাসীদের। মাথার উপর আশ্রয় হারানোর আতঙ্কে তাঁরা কাঁপছেন। কীভাবে আগুন লাগল, সে বিষয়ে এখনও কিছু বলতে চাননি দমকল কর্মীরা। ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনাই তাঁদের প্রাথমিক কাজ বলে জানাচ্ছেন। তবে যা পরিস্থিতি, তাতে আগুন নিভতে অনেকটা সময় লাগবে বলেই অনুমান।