সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৫ সালের দিল্লি ধারাবাহিক বিস্ফোরণ কান্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত তারিক আহমেদ দার। তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের সাজা দিল আদালত। বহুদিন ধরে চলা মামলার শেষে, বৃহস্পতিবার, দিল্লির একটি আদালত এই রায় ঘোষণা করে। তবে প্রমাণের অভাবে আরও দুই অভিযুক্ত মহম্মদ রফিক শাহ ও মহম্মদ হুসেন ফাজিলিকে বেকসুর খালাস দেয় আদালত।
বিশ্বের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে পাকিস্তান, মত প্রাক্তন CIA কর্তার
২০০৫ সালে, ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানী দিল্লির সরোজিনীনগর, কালকাজী ও পাহাড়গঞ্জ এলাকা। প্রাণ হারিয়েছিলেন ৬০ জনেরও বেশি নিরীহ লোক। আহত হয়েছিলেন ২০০ জনেরও বেশি।তারপরই গ্রেপ্তার করা হয় তারিক আহমেদ দার-সহ তিনজনকে। ২০০৮ সালে দরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশ। ওই চার্জশিটে তাকে হামলার মূলচক্রী হিসেবে দেখানো হয়। দার লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের হয়ে ভারতে নাশকতা ছড়ানোর কাজ করছিল বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।
রাফালে যুদ্ধবিমানে উড়ান ভরলেন অনিল আম্বানি
ইসরোর সাফল্যকে খাটো করে ভারতকে তুলোধোনা করল চিন
The post দিল্লি ধারাবাহিক বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্তর ১০ বছরের কারাদণ্ড appeared first on Sangbad Pratidin.